Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০২৩

প্রশিক্ষণ উপবিভাগ

বাংলা একাডেমি, ঢাকা

প্রশিক্ষণ উপবিভাগ

বাংলা একাডেমি, ঢাকা ১০০০

 

কার্যক্রম

 

বাংলা একাডেমির প্রশিক্ষণ উপবিভাগ ১৯৭২ সাল থেকে কারিগরি বিষয়ক প্রশিক্ষণ যেমন সাঁটলিপি ও সাঁটমুদ্রাক্ষরলিখন এবং অফিস-আদালতে মাতৃভাষা বাংলার সঠিক ব্যবহার, বিদেশীদের বাংলা ভাষা শিক্ষাদান, প্রশাসনিক কাজে প্রমিত বাংলা শব্দের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করে আসছে। মুদ্রণের আধুনিক প্রযুক্তি কম্পিউটারে বাংলা ভাষার যথাযথ ব্যবহার, দাপ্তরিক কাজে ব্যবহৃত বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনা, আধুনিক প্রকাশনা তথা ডেস্কটপ পাবলিশিং-এ প্রশিক্ষণ প্রদান করে থাকে। দেশে প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বাংলা একাডেমি ১৯৯২ সালে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু করে। বর্তমানে ‘বাংলা একাডেমি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স: বেসিক’ নামক প্রশিক্ষণ কোর্সটি নিয়মিত পরিচালিত হচ্ছে।

এই কোর্সে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রী এবং কম্পিউটার সম্পর্কে আগ্রহী ব্যক্তিরা অংশ নিয়ে থাকেন। দীর্ঘদিনের অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রশিক্ষকগণ ক্লাস পরিচালনা করেন।

কোর্সের বিষয় : কম্পিউটার বিষয়ক তত্ত্বীয় জ্ঞান, উইনডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ও ইমেইল।

কোর্সের লক্ষ্য : যাঁরা কম্পিউটার সম্পর্কে জানেন না তাঁদেরকে প্রথমে আগ্রহী এবং ক্রমান্বয়ে দক্ষ করে তোলাই এই কোর্সের মূল লক্ষ্য। এই কোর্স সাফল্যজনকভাবে সম্পন্ন করলে একজন প্রশিক্ষণার্থী কম্পিউটার বিষয়ে চাকরি লাভের যোগ্যতা অর্জন করতে পারবেন। বিভিন্ন অফিস থেকে মনোনীত হয়ে যাঁরা এই কোর্সে অংশ নেন তাঁরা দাপ্তরিক কাজে কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাভ করেন।

প্রশিক্ষণের মেয়াদ : প্রতিটি প্রশিক্ষণ কোর্সের সময় তিন মাস। সপ্তাহে তিনদিন ব্যবহারিক ক্লাস নেওয়া হয়। প্রতিটি ক্লাস ১ ঘণ্টা ৪৫ মিনিট স্থায়ী হয়। ব্যবহারিক ক্লাস ৮টি শাখায় বিভক্ত। শনি, সোম ও বুধবার ৪টি শাখা এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ৪টি শাখা। সকালের ক্লাস—ক ও ঙ শাখা: ০৯-১৫ মি. থেকে ১১টা এবং খ ও চ শাখা: ১১টা থেকে ১২:৪৫ মি.। বিকালের ক্লাস—গ ও ছ শাখা: ২:১৫ মি. থেকে ৪টা এবং ঘ ও জ শাখা: ৪টা থেকে ৫:৪৫ মি. (রমজান মাসে ক্লাসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়। তবে প্রতিদিন ৪টি ক্লাস অনুষ্ঠান নিশ্চিত করা হয়)। কোর্সের শুরুতে বিকাল ২:১৫ মিনিটে পরপর ৪দিন (সরকারি ছুটির দিন ছাড়া) ৪টি তত্ত্বীয় ক্লাস অনুষ্ঠিত হয়। সরকারি নির্দেশনা অনুয়ায়ী অফিস সময় পরিবর্তন হলে ক্লাসের সময়ও পরিবর্তন হবে।

ভর্তির আসন, শিক্ষাগত যোগ্যতা : ভর্তি হওয়ার জন্য প্রার্থীকে ন্যূনতম এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতি ব্যাচে সাধারণত ১৮৪ জন প্রশিক্ষণার্থী ভর্তি করা হয়। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন বরাদ্দ করা হয়। তবে দিন, শাখা ও সময় নির্ধারণের ক্ষেত্রে বাংলা একাডেমির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

প্রশিক্ষণ ফি এবং সুবিধাদি : প্রশিক্ষণ ফি ব্যক্তিগতভাবে আগ্রহী প্রশিক্ষণার্থীদের জন্য ৩,০০০.০০ (তিন হাজার) টাকা। অফিস মনোনীত প্রশিক্ষণার্থীদের জন্য ৪,০০০.০০ (চার হাজার) টাকা। ব্যবহারিক ক্লাসের সময় প্রত্যেক প্রশিক্ষণার্থী একটি করে  কম্পিউটার ব্যবহারের সুযোগ পান। ক্লাসে প্রয়োজনে মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করা হয়। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ক্লাস অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে যথাসময়ে পরীক্ষা নেওয়া হয়। উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের আনুষ্ঠানিকভাবে সনদপত্র প্রদান করা হয়।

ফি পরিশোধ : ব্যক্তিগতভাবে আগ্রহী প্রার্থীকে তাঁর প্রশিক্ষণ ফি ‘বাংলা একাডেমি চলতি হিসাব নম্বর ৪৪৬-এর অনুকূলে পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হয়। অফিস মনোনীত প্রার্থীদের কোর্স ফি পে-অর্ডার/ক্রস চেকের মাধ্যমে মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হয়। কোনো প্রশিক্ষণার্থীকে বাংলা একাডেমি যাতায়াত/আপ্যায়ন ভাতা কিংবা কোনো আবাসিক সুবিধা প্রদান করে না।

আগ্রহীদের করণীয় : যাঁরা কম্পিউটার কোর্সে ভর্তি হতে আগ্রহী তাঁরা বাংলা একাডেমির প্রশিক্ষণ উপবিভাগের কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। ভর্তি হওয়ার সময় এক কপি করে পাসপোর্ট সাইজ ছবি এবং এসএসসি সনদের সত্যায়িত কপির প্রয়োজন হয়। অফিস মনোনীত প্রার্থীদের স্ব স্ব অফিস থেকে মনোনয়ন নেওয়া অপরিহার্য।

অর্জন : প্রশিক্ষণ উপবিভাগ পরিচালিত ‘কম্পিউটার প্রশিক্ষণ কোর্স: বেসিক’-এর ৯৪টি ব্যাচে এ পর্যন্ত ১৩ হাজারের অধিক প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ প্রদান করেছে। যাঁরা একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাঁদের অনেকের দেশে ও দেশের বাইরে চাকরি লাভের সুযোগ হয়েছে এবং ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

যোগাযোগ : উপপরিচালক, প্রশিক্ষণ উপবিভাগ [কবি জসীমউদদীন ভবনের ৩য় তলা]। ৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১০০০, ফোন: 223367৪০৭। ইমেইল: batechtd@yahoo.com, ফেসবুক লিংক: https://www.facebook.com/ bacomtraincourse.edu