Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ August ২০২৪

বাংলা একাডেমি প্রদত্ত অন্যান্য পুরস্কার ও সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্ত বিশিষ্টজনের তালিকা

 

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার

সমকালীন বাংলা সাহিত্যের সাহিত্যসেবীদের বিশিষ্ট অবদান ও তাঁদের সৃষ্টিশীল প্রতিভার স্বীকৃতিস্বরূপ ১৯৯০ সাল থেকে বাংলা একডেমি এ পুরস্কারটি প্রদান করছে। মৌলবী সা’দত আলী আখন্দ-এর পরিজন প্রদত্ত অর্থ দিয়ে বাংলা একাডেমি প্রতিবছর এ পুরস্কারের কার্যক্রম পরিচালনা করে। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুস্কারপ্রাপ্ত লেখককে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকার চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকদের নামের তালিকা:


১. আবদুল হক ১৯৯০ (পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানান)
২. প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল ১৯৯১ (মরণোত্তর)
৩. আহমদ ছফা ১৯৯২ (পুরস্কার প্রত্যাখান করেন)
৪. প্রফেসর কাজী আবদুল মান্নান ১৯৯৩
৫. হাসান হাফিজুর রহমান ১৯৯৪ (মরণোত্তর)
৬. আরজ আলী মাতুব্বর ১৯৯৫ (মরণোত্তর)
৭. প্রফেসর আখতারুজ্জামান ইলিয়াস ১৯৯৬
৮. কায়েস আহমেদ ১৯৯৭ (মরণোত্তর)
৯. প্রফেসর সনজীদা খাতুন ১৯৯৮
১০.প্রফেসর সনৎকুমার সাহা ১৯৯৯
১১. প্রফেসর মোতাহার হোসেন সূফী ২০০০
১২. হরিপদ দত্ত ২০০১
১৩. মান্নান হীরা ২০০২
১৪. রিজিয়া রহমান ২০০৩
১৫. অধ্যাপক আবদুল হাফিজ ২০০৪
১৬. শামসুল ইসলাম ২০০৫
১৭. নয়ন রহমান ২০০৬
১৮. প্রফেসর আবদুল করিম ২০০৭
১৯. প্রফেসর সরদার ফজলুল করিম ২০০৮
২০. কবি সানাউল হক খান ২০০৯
২১. কবি মহাদেব সাহা ২০১০
২২. অধ্যাপক খোন্দকার সিরাজুল হক ২০১১
২৩. অধ্যাপক জাহানারা নওশিন ২০১২
২৪. কবি কাজী রোজী ২০১৩
২৫. ড. ফজলুল আলম ২০১৪
২৬. জনাব কায়সুল হক ২০১৫

২৭. হোসেনউদ্দীন হোসেন ২০১৬

২৮. অধ্যাপক শফিউল আলম ২০১৭

২৯. অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী ২০১৭

৩০. কবি আবিদ আজাদ (মরণোত্তর) ২০১৮

৩১. পাপড়ি রহমান ২০১৯

৩১. জুলফিকার মতিন ২০২০

৩২. ড. তসিকুল ইসলাম রাজা ২০২১

 

মযহারুল ইসলাম কবিতা পুরস্কার

বাংলা একাডেমি ২০১০ সাল থেকে মযহারুল ইসলাম কবিতা পুরস্কার প্রদান করে আসছে। বাংলা সাহিত্যের খ্যাতিমান এবং প্রতিভাবান কবিদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মূল্যমান ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কারপ্রাপ্ত কবিকে এক লক্ষ টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


মযহারুল ইসলাম কবিতা পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা :

. কবি আবুল হোসেন ২০১০
. কবি সৈয়দ শামসুল হক ২০১১
. কবি শহীদ কাদরী ২০১২
. কবি বেলাল চৌধুরী ২০১৩
. কবি আসাদ চৌধুরী ২০১৪
. কবি মোহাম্মদ রফিক ২০১৫
. আবুবকর সিদ্দিক ২০১৬

. কবি রুবী রহমান ২০১৭

. কবি মুহম্মদ নূরুল ‍হুদা ২০১৮

১০. মহাদেব সাহা ২০১৯

১১সুকুমার বড়ুয়া ২০২১

 

কবীর চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার

বাংলা একাডেমি শিশু সাহিত্যের জনপ্রিয় লেখকদের সামগ্রিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভার স্বীকৃতিস্বরূপ ২০০৪ সাল থেকে কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর প্রদত্ত অর্থে দ্বি-বার্ষিক এ পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কারের মূল্যমান ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুস্কারপ্রাপ্ত লেখককে অনুষ্ঠানিকভাবে পুরস্কারের চেক, সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা:

১. এখ্লাসউদ্দিন আহমদ ২০০৪
২. আনোয়ারা সৈয়দ হক ২০০৬
৩. ফয়েজ আহ্মদ ২০০৮
৪. সুকুমার বড়ুয়া ২০১০
৫. মাহমুদুল্লাহ ২০১৩

৬. আখতার হুসেন ২০১৫

৭. অধ্যাপক হায়াৎ মামুদ ২০১৭

৮. শাহরিয়ার কবির ২০২০

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার

বাংলা একাডেমি বিজ্ঞানসাহিত্যে জনপ্রিয় লেখকদের সামগ্রিক অবদান চিহ্নিত করে তাঁদের সৃজনী প্রতিভার স্বীকৃতিস্বরূপ ২০০৫ সাল থেকে মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর প্রদত্ত অর্থে দ্বি-বার্ষিক এ পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কারপ্রাপ্ত লেখককে এক লক্ষ টাকার চেক, সম্মাননাপত্র ও স্মারক প্রদান করা হয়।

 

মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকদের তালিকা:

১. প্রফেসর কাজী জাকের হোসেন ২০০৫
২. অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহীম ২০০৭
৩. অধ্যাপক এ. এম. হারুন অর রশীদ ২০১২
৪. অধ্যাপক অজয় রায় ২০১৪

৫. অধ্যাপক আলী আসগর ২০১৭

৬. শিশিরকুমার ভট্টচার্য ২০১৯

 

হালীমা শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার

অধ্যক্ষ শইখ শরফুদ্দীন ও হালমি বেগমের স্মৃতি রক্ষার্থে বাংলা ভাষায় জনপ্রিয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গ্রন্থাকারদের বিশিষ্ট অবদান ও তাঁদের সৃষ্টিশীল প্রতিভার স্বীকৃতি প্রদানে ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের প্রদত্ত অর্থে বাংলা একাডেমি বাংলা একাডেমি দ্বি-বার্ষিক এ পুরস্কার প্রদান করে। পুরস্কারের অর্থমূল্য ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা। বাংলা একাডেমির বার্ষিক সাধারণ সভায় পুরস্কারপ্রাপ্ত লেখককে ত্রিশ হাজার টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান-লেখক পুরস্কারপ্রাপ্ত লেখকদের নামের তালিকা:

১. ড. মোঃ লুৎফর রহমান ১৩৯৭-১৩৯৮ (প্রদান ১৩৯৯)
জনাব মোঃ আলমগীর হোসেন
গ্রন্থ : কম্পিউটার বিজ্ঞান (যুগ্ম লেখক)
২. এই দ্বি-বর্ষে কোনো বই পুরস্কারের জন্য বিবেচিত হয় নি।

৩. জনাব অতুল কুমার পাল ১৪০১-১৪০২ (প্রদান ১৪০৩)
গ্রন্থ : বাংলাদেশের রপ্তানীযোগ্য মৎস সম্পদ
ড. শহীদুল্লাহ মৃধা
গ্রন্থ : বঙ্গোপসাগর : জীবসমুদ্র বিজ্ঞান ও সমুদ্র সম্পদ
(যুগ্ম লেখক)

৪. এই দ্বি-বর্ষে কোনো বই পুরস্কারের জন্য বিবেচিত হয় নি।

৫. ফারসীম মান্নান মোহাম্মদী ১৪০৫-১৪০৬ (প্রদান ১৪০৭)
গ্রন্থ : জ্যোতি : পদার্থবিজ্ঞান পরিচিতি

৬. ডা. হাফিজউদ্দীন আহমদ ১৪০৭-১৪০৮ (প্রদান ১৪১১)
গ্রন্থ : মরণব্যাধি সার্স

৭. অধ্যাপক বাসুদেব কুমার দাস ১৪০৯-১৪১০ (প্রদান ১৪১২)
গ্রন্থ : পরিবেশ : রাসায়নিক গঠন ও দূষণ

৮. ড. ফেরদৌসী বেগম ১৪১১-১৪১২ (প্রদান ১৪১৩)
গ্রন্থ : আমি কেন বাবা মায়ের মতো

৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জে. বি. এম. জাফর সাদেক ১৪১৫-১৪১৬ (প্রদান ১৪১৭)
গ্রন্থ : ক্লিনিক্যাল চর্ম, কুষ্ঠ, যৌন রোগ ও তার চিকিৎসা

১০. অধ্যাপক দ্বিজেন শর্মা ১৪১৮-১৪১৯ (প্রদান ১৪২০)
গ্রন্থ : গাছের কথা ফুলের কথা

১১. আসিফ ১৪২০-১৪২১ (প্রদান ১৪২২)
গ্রন্থ : বিবর্তনের পথে ইতিহাসের বাঁকে

১২. জায়েদ ফরিদ (প্রদান ১৪২৪)

গ্রন্থ : উদ্ভিদ স্বভাব (১ম ও ২য় খণ্ড)

১৩. মোকারম হোসেন

গ্রন্থ : নিসর্গ আখ্যান

 

সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার

প্রবাসে বসবাসকারী বাঙালি লেখক এবং বিদেশি নাগরিকদের মধ্যে যাঁরা বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করেন তাঁদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ২ জনকে সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কারের অর্থমূল্য ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের পঞ্চাশ হাজার টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কারপ্রাপ্ত লেখকদের নামের তালিকা (২০১৪-২০১৬) :

সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ২০১৪
১. ইকবাল হাসান
২. সৈয়দ ইকবাল

সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ২০১৫
১. মনজু ইসলাম
২. ড. ফ্রাঁস ভট্টাচার্য
সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ২০১৬
১. শামীম আজাদ
২. নাজমুন নেসা পিয়ারি

 সৈয়দ ওয়ালীউল্লাহ্ পুরস্কার ২০১৭

১. কবি মাসুদ খান (কানাডাপ্রবাসী)

২. কবি মুজিব ইরম (যুক্তরাজ্যপ্রবাসী)

 

৮. রবীন্দ্র পুরস্কার

রবীন্দ্র সাহিত্যের গবেষণা ও সমালোচনা এবং রবীন্দ্রসংগীতের আজীবন সাধনার স্বীকৃতিস্বরূপ ২০১০ সাল থেকে বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কার প্রদান করে। প্রতি বছর দুজনকে এ পুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কারের অর্থমূল্য ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা। বাংলা একাডেমি আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে পুরস্কারপ্রাপ্ত লেখকদের পঞ্চাশ হাজার টাকার চেক, সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত লেখকদের নামের তালিকা (২০১০-২০১৬) :

রবীন্দ্র পুরস্কার ২০১০
১. শিল্পী কলিম শরাফী
২. অধ্যাপক ড. সন্জীদা খাতুন
রবীন্দ্র পুরস্কার ২০১১
১. জনাব আহমদ রফিক
২. শিল্পী অজিত রায়
রবীন্দ্র পুরস্কার ২০১২
১. অধ্যাপক আনিসুর রহমান
২. শিল্পী ফাহ্মিদা খাতুন
৩. শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান
রবীন্দ্র পুরস্কার ২০১৩
১. অধ্যাপক ড. করুণাময় গোস্বামী
২. শিল্পী পাপিয়া সারোয়ার
রবীন্দ্র পুরস্কার ২০১৪
১. জনাব মনজুরে মওলা
২. শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা
রবীন্দ্র পুরস্কার ২০১৫
১. অধ্যাপক সনৎকুমার সাহা
২. শিল্পী সাদী মহম্মদ
রবীন্দ্র পুরস্কার ২০১৬
১. অধ্যাপক সৈয়দ আকরম হোসেন
২. শিল্পী তপন মাহমুদ
রবীন্দ্র পুরস্কার ২০১৭
১. অধ্যাপক হায়াৎ মামুদ
২. শিল্পী মিতা হক

রবীন্দ্র পুরস্কার ২০১৮

১. আবুল মোমেন

২. ফাহিম হোসেন চৌধুরী

রবীন্দ্র পুরস্কার ২০১৯

১.  অধ্যাপক সফিউদ্দিন আহমদ

২. অধ্যাপক বেগম আকতার কামাল 

৩. শিল্পী ইকবাল আহমেদ 

রবীন্দ্র পুরস্কার ২০২০

১.  সাধন ঘোষ

 

সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ পুরস্কার প্রাপ্তদের তালিকা: 

১. আহমদ রফিক (২০১৭)

২. ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী (২০১৮)

৩. ফরহাদ খান (২০১৯)

৪. রফিক কায়সার (২০২০)

 

কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার প্রাপ্তদের তালিকা: 

১. কবি নির্মলেন্দু গুণ (২০১৮)

 

 

বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখকরা বাংলা একাডেমির ফেলো । এর পাশাপাশি দেশের গুণী, পণ্ডিত ও বিশিষ্ট ব্যক্তিদের নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একাডেমি প্রতি বছর সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। বাংলা একাডেমি আয়োজিত সাধারণ পরিষদের বার্ষিক সভায় সম্মানসূচক ফেলোশিপ প্রদান করা হয়। সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্তদের সম্মাননাপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপপ্রাপ্ত বিশিষ্টজনের তালিকা :

ক্রমিক

নাম

ক্রমিক

নাম

১.

মওলানা মোহাম্মদ আকরম খাঁ

 

২০০১

২.

ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্                      

৪২.

শিল্পী কাইয়ুম চৌধুরী

৩.

কবি গোলাম মোস্তফা                         

৪৩.

জনাব মোহাম্মদ সাইদুর

৪.

কবি জসীমউদ্দীন

৪৪.

জনাব আবদুল হালিম বয়াতী

৫.

জনাব শামসুন্নাহার মাহমুদ                

৪৫.

জনাব আবদুল মতিন

৬.

শিল্পাচার্য জয়নুল আবেদিন                 

৪৬.

অধ্যক্ষ তোফায়েল আহমদ

৭.

খান বাহাদুর আহ্ছানউল্লাহ

 

২০০২

৮.

শেখ রেয়াজউদ্দীন আহমেদ

৪৭.

প্রফেসর বেগজাদী মাহমুদা নাসির

৯.

শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন

৪৮.

প্রফেসর জামাল নজরুল ইসলাম

১০.

নূরুন্নেসা খাতুন বিদ্যাবিনোদিনী

 

২০০৩

১১.

মোজাম্মেল হক

৪৯.

জনাব মোহাম্মদ ফেরদাউস খান

১২.

খোদাবক্স সাঁই

৫০.

প্রফেসর এমাজউদ্দীন আহমদ

১৩.

আরজ আলী মাতুব্বর

৫১.

জনাব ফেরদৌসী রহমান

১৪.

মজিবর রহমান বিশ্বাস

 

২০০৪

১৫.

মাহবুবুল আলম চৌধুরী

৫২.

প্রফেসর ডাঃ নূরুল ইসলাম

১৬.

মনীন্দ্র নাথ সমাজদার

৫৩.

প্রফেসর ইকবাল মাহমুদ

১৭.

শেখ লুৎফর রহমান

৫৪.

জনাব রাহিজা খানম ঝুনু

১৮.

প্রফেসর কামালুদ্দীন আহমদ

 

২০০৫

১৯.

শিল্পী সফিউদ্দীন আহমদ

৫৫.

প্রফেসর ড. এম শমশের আলী

২০.

শিল্পী কামরুল হাসান

৫৬.

প্রফেসর এম এইচ খান

২১.

বিচারপতি আবু সাঈদ চৌধুরী

৫৭.

ডা. এম কিউ কে তালুকদার

২২.

জনাব আবদুল আহাদ

৫৮.

শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের

২৩.

প্রফেসর আজিজুর রহমান মল্লিক

৫৯.

ড. উইলিয়ম রাদিচে

২৪.

প্রফেসর শাহ ফজলুর রহমান

 

২০০৬

২৫.

প্রফেসর আবদুর রাজ্জাক

৬০.

কাজী আজহার আলী

২৬.

প্রফেসর ড. মোহাম্মদ ইব্রাহীম

৬১.

অধ্যাপক কাজী আবদুল ফাত্তাহ

২৭.

প্রফেসর মুহম্মদ শামস-উল হক

৬২.

অধ্যাপক ডা. টি. এ. চৌধুরী

২৮.

প্রফেসর মোহাম্মদ নূরুল হক

৬৩.

অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

২৯.

দেওয়ান মোহাম্মদ আজরফ

 

২০০৭

৩০.

আ. উ. মু. আবদুল হক ফরিদী

৬৪.

প্রফেসর ড. এম ইন্নাস আলী

৩১.

মোহাম্মদ নাসিরউদ্দীন

৬৫.

প্রফেসর ড. এ. এম. হারুন অর রশীদ

৩২.

ফিরোজা বেগম

৬৬.

প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ

৩৩.

কলিম শরাফী

৬৭.

শিল্পী মু. আবুল হাশেম খান

৩৪.

প্রফেসর খান সারওয়ার মুরশিদ

৬৮.

শিল্পী সোহরাব হোসেন

৩৫.

আ.ন. ম. গাজীউল হক

৬৯.

প্রকৌশলী ড. নূরুদ্দীন আহমদ

৩৬.

প্রফেসর এ. এফ. সালাহ্উদ্দীন আহ্মদ

৭০.

প্রকৌশলী ড. মোঃ কামরুল ইসলাম

৩৭.

বারীণ মজুমদার

 

২০০৮

৩৮.

লুৎফর রহমান সরকার

৭১.

অধ্যাপক মুশার্রফ হোসেন

৩৯.

আবদুল লতিফ

৭২.

শিল্পী সুধীন দাশ

৪০.

নূরজাহান বেগম

৭৩.

অধ্যাপক অজয় রায়

৪১.

প্রফেসর রেহমান সোবহান

৭৪.

অধ্যাপক সিরাজুল ইসলাম

 

 

৭৫.

অধ্যাপক সোহ্ রাবউদ্দিন আহ্মদ

৭৬.

প্রফেসর নজরুল ইসলাম

 

২০১৬

৭৭.

শিল্পী রফিকুন নবী

১৪৫.

জনাব তোয়াব খান

৭৮.

অধ্যাপক অমলেশ চন্দ্র মণ্ডল

১৪৬.

ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন

 

২০০৯

১৪৭.

ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী

৭৯.

নূরুল ইসলাম কাব্যবিনোদ

১৪৮.

ব্যারিস্টার রফিক-উল হক

৮০.

আমানুল হক

১৪৯.

রথীন্দ্রনাথ রায়

৮১.

শিল্পী ইমদাদ হোসনে

১৫০.

শাইখ সিরাজ

৮২.

রওশন আরা বাচ্চু

১৫১.

বেগম মুশতারী শফী

৮৩.

এ. বি. এম. মূসা

 

২০১৭

৮৪.

আতাউস সামাদ

১৫২.

ইকবাল বাহার চৌধুরী (সাংবাদিকতা)

৮৫.

আবুল মাল আবদুল মুহিত

১৫৩.

প্রতিফা মুৎসুদ্দি 

(ভাষা-আন্দোলন, নারী নেতৃত্ব, শিক্ষা ও সমাজসেবা)

৮৬.

ব্যারিস্টার এম. আমীর-উল-ইসলাম

১৫৪.

অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ্

(চিকিৎসাবিজ্ঞানের গবেষণা)

৮৭.

প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান

১৫৫.

অধ্যাপক আইনুন নিশাত

(পানিসম্পদ বিশেষজ্ঞ ও শিক)

৮৮.

অধ্যাপক এ. বি. এম. আবদুল লতিফ মিয়া

১৫৬.

নূরুন নবী 

(মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্য)

৮৯.

ড. আকবর আলী খান

১৫৭.

হাসান শাহরিয়ার (সাংবাদিকতা)

৯০.

ফেরদৌসী মজুমদার

১৫৮.

দুলাল তালুকদার (নৃত্যকলা)

৯১.

বিবি রাসেল

 

২০১৮

৯২.

মুহাম্মদ হাবিবুল্লাহ পাঠান

১৫৯.

অধ্যাপক আমিনুল ইসলাম (গবেষণা)

৯৩.

মোঃ আবদুস সামাদ মণ্ডল

১৬০.

শিল্পী মনিরুল ইসলাম (চারুকলা)

৯৪.

প্রফেসর কাজুও আজুমা

১৬১.

মঞ্জুলিকা চাকমা (কারুকলা)

৯৫.

প্রফেসর ক্লিনটন বুথ সিলি

১৬২.

এস. এম. মহসীন (নাট্যকলা)

 

২০১০

১৬৩.

ডা. সামন্ত লাল সেন (চিকিৎসাসেবা)

৯৬.

আতিকুল হক চৌধুরী

১৬৪.

শিল্পী রওশন আরা মুস্তাফিজ (সংগীতচর্চা)

৯৭.

প্রফেসর এ. বি. এম. হোসেন

১৬৫.

পলান সরকার (বই-বান্ধব সমাজ প্রতিষ্ঠা)

৯৮.

কামাল লোহানী

 

২০১৯

৯৯.

জামিল চৌধুরী

১৬৬.

ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ)

১০০.

ড. এনামুল হক

১৬৭.

নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা)

১০১.

প্রফেসর সাহানারা হোসনে

১৬৮.

নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য)

১০২.

মুস্তাফা জামান আব্বাসী

১৬৯.

অধ্যাপক ডা. এ কে আজাদ খান (চিকিৎসাসেবা)

১০৩.

রশীদ তালুকদার

১৭০.

লিয়াকত আলী লাকী (সংস্কৃতি)

১০৪.

রামেন্দু মজুমদার

১৭১.

জুয়েল আইচ (জাদুশিল্প)

১০৫.

লায়লা হাসান

১৭২.

মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)

১০৬.

ফরিদা পারভীন

 

২০২০

 

২০১১

১৭৩.

ডা. সারওয়ার আলী (মুক্তিযুদ্ধ)

১০৭.

অধ্যাপক অমর্ত্য সেন

১৭৪.

নুরুল ইসলাম নাহিদ (শিক্ষা)

১০৮.

শেখ হাসিনা

১৭৫.

নুহ-উল-আলম লেনিন (সমাজদর্শন ও সাহিত্য)

১০৯.

কামান্ডার আবদুর রউফ

১৭৬.

অধ্যাপক ডা. এ কে আজাদ খান (চিকিৎসাসেবা)

১১০.

শেখ হাফিজুর রহমান

১৭৭.

লিয়াকত আলী লাকী (সংস্কৃতি)

১১১.

তোফাজ্জল হোসেন

১৭৮.

জুয়েল আইচ (জাদুশিল্প)

১১২.

শিল্পী মুস্তাফা মনোয়ার

১৭৯.

মনজুরুল আহসান বুলবুল (সাংবাদিকতা)

 

২০১২

 

২০২১

১১৩.

বিচারপতি তাফাজ্জাল ইসলাম

১৮০.

মতিয়া চৌধুরী (মুক্তিযুদ্ধ),

১১৪.

ড. মহীউদ্দীন খান আলমগীর

১৮১.

আজিজুর রহমান আজিজ (সাহিত্য)

১১৫.

মহিউদ্দিন আহমেদ

১৮২.

ভ্যালোরি এ টেইলর (চিকিৎসা, সমাজসেবা)

১১৬.

শিল্পী রুনা লায়লা

১৮৩.

ওস্তাদ আজিজুল ইসলাম (শিল্পকলা, যন্ত্রসংগীত)

১১৭.

এম সাইদুজ্জামান

১৮৪.

শেখ সাদী খান (শিল্পকলা, সংগীত)

১১৮.

শিল্পী মুর্তাজা বশীর

১৮৫.

ম. হামিদ (সংস্কৃতি, নাটক) 

১১৯.

শিল্পী রাম কানাই দাশ

১৮৬.

গোলাম কুদ্দুছ (সংস্কৃতি সংগঠক)

১২০.

অধ্যাপক প্রাণ গোপাল দত্ত

 

 

১২১.

ড. আতিউর রহমান

 

 

১২২.

শিল্পী সাবিনা ইয়াসমীন

 

 

 

২০১৩

 

 

১২৩.

সৈয়দ হাসান ইমাম

 

 

১২৪.

মোনায়েম সরকার

 

 

১২৫.

ফকির আলমগীর

 

 

১২৬.

ড. এটি এম শামসুল হুদা

 

 

১২৭.

শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিণী

 

 

১২৮.

ওস্তাদ শাহাদত হোসেন খান

 

 

১২৯.

নাসির উদ্দীন ইউসুফ

 

 

১৩০.

আবুল হাসনাত

 

 

 

২০১৪

 

 

১৩১.

পার্থপ্রতিম মজুমদার

 

 

১৩২.

আতাউর রহমান

 

 

১৩৩.

মোহাম্মদ জমির

 

 

১৩৪.

বিচারপতি এ. বি. এম. খায়রুল হক

 

 

১৩৫.

অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী

 

 

১৩৬.

শিল্পী শিমূল ইউসুফ

 

 

১৩৭.

শিল্পী ফাতেমা তুজ জোহরা

 

 

 

২০১৫

 

 

১৩৮.

স্যার ফজলে হাসান আবেদ কেসিএমজি

 

 

১৩৯.

অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দীন

 

 

১৪০.

অধ্যাপক ড. অনুপম সেন

 

 

১৪১.

আবেদ খান

 

 

১৪২.

আবু মোহাম্মদ স্বপন আদনান

 

 

১৪৩.

মাহফুজ আনাম

 

 

১৪৪.

পাপিয়া সারোয়ার