Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ সেপ্টেম্বর ২০২৩

পরিষদ উপবিভাগ

 

পরিচিতি

মাতৃভাষা বাংলা ভাষা-ভিত্তিক রাষ্ট্র গঠনের শেকড় গেঁথেছিলো ঐতিহাসিক ভাষা আন্দোলনের ফসল বাংলা একাডেমি প্রতিষ্ঠার ঊর্বর ভূমিতে। বাংলা একাডেমি বাঙালি জাতির ইতিহাস-ঐতিহ্যপূর্ণ গৌরবধন্য জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ এবং মননের অনন্য প্রতীক প্রতিষ্ঠান। ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর ‘আয়োজক সমিতি’ ১৯৫৭ সালে ‘বাংলা একাডেমি কাউন্সিল’-এ রূপান্তরিত হয়, ১৯৫৮ সালে ২৬শে মার্চ তারিখে গঠিত হয় বাংলা একাডেমির প্রথম নির্বাচিত ‘কাউন্সিল’। নির্বাচনের পর থেকে আয়োজক সমিতি একাডেমির কাউন্সিলের নাম ও ক্ষমতা অর্জন করে। এভাবেই বাংলা একাডেমির গণতান্ত্রিক অভিযাত্রা শুরু। বাংলা একাডেমির কাউন্সিল বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ধারণ করে বলবৎ আইনের আলোকে ক্ষমতা অর্জন এবং কোনো সমস্যা বা প্রস্তাবনার সুনির্দিষ্ট সিদ্ধান্ত দিয়ে আসছে। একাডেমির কাউন্সিলকে ‘একাডেমির কার্যকর সংসদ’ পরে ‘কর্ম-পরিষদ’, ১৯৭৮ সালে ‘কার্যনির্বাহী পরিষদ’ এবং ২০১৩ সাল থেকে ‘নির্বাহী পরিষদ’ নামে অভিহিত হয়ে আসছে।

১৯৬০ সালে ‘দি বেঙ্গলি একাডেমি অর্ডিন্যান্স’, ১৯৭২ সালে ‘দি বাংলা একাডেমি অর্ডার ১৯৭২’, ১৯৭৮ সালে ‘দি বাংলা একাডেমি অর্ডিন্যান্স ১৯৭৮’ এবং ২০১৩ সালে ‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ পাশ হয়।

আইনের উদ্দেশ্য পূরণকল্পে বাংলা একাডেমি সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শে প্রয়োজনীয় কাজ পরিষদ উপবিভাগের মাধ্যমে সম্পন্ন করা হয়। একাডেমির ৮টি বিভাগ ছাড়া বাংলা একাডেমি আইনের ১২(২) ধারা অনুযায়ী পরিষদ উপবিভাগ রয়েছে।

বাংলা একাডেমির পরিষদ উপবিভাগের মাধ্যমে অফিসের সংশ্লিষ্ট দাপ্তরিক কাজের পাশাপাশি দুটি ‘পরিষদ’-এর কার্যক্রম সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হয়। ক. সাধারণ পরিষদ এবং খ. নির্বাহী পরিষদ। বাংলা একাডেমির সভাপতি, মহাপরিচালক, ফেলো এবং সদস্যের সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত। বাংলা একাডেমির মহাপরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, সরকার কর্তৃক মনোনীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলা, ভাষাতত্ত্ব, ইংরেজি বিভাগ ও বিজ্ঞান অনুষদের একজন করে চারজন অধ্যাপক, সরকার কর্তৃক মনোনীত একজন বিশিষ্ট বিজ্ঞানী ও একজন তথ্যপ্রযুক্তিবিদ, নির্বাহী পরিষদ কর্তৃক মনোনীত একজন বিশিষ্ট সাহিত্যিক ও একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, ফেলো কর্তৃক নির্বাচিত তিনজন ফেলো, সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত চারজন সদস্য এবং বাংলা একাডেমির সচিবের সমন্বয়ে গঠিত নির্বাহী পরিষদ।  

কার্যাবলি

১।    বাংলা একাডেমিকে প্রয়োজনীয় দিক নির্দেশনার জন্য নির্বাহী পরিষদের সভা আহ্বান ও সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন।

২।    একাডেমির সকল বিভাগ/উপবিভাগ/দপ্তর/শাখা থেকে প্রয়োজনীয় কার্যপত্র আহ্বান এবং নির্বাহী পরিষদ সভায় উপস্থাপন।

৩।   সভার কার্যবিবরণী প্রস্তুত ও অনুমোদনের পর সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণ, বিতরণ ও সংরক্ষণ।

৪।    সাধারণ পরিষদের বার্ষিক সভা আয়োজন।

৫।    নির্বাহী পরিষদ সদস্য নির্বাচন সংশ্লিষ্ট কাজ সম্পাদন।

৬।   বাংলা একাডেমির সদস্য অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন।

৭।    একাডেমির সকল সদসদ্যের পরিচয়পত্র প্রস্তুত ও সরবরাহের ব্যবস্থা গ্রহণ।

৮।   সম্মানিত সকল সদস্যকে সার্বিক সহযোগিতা প্রদান।

৯।   বার্ষিক সভার কার্যবিবরণী, অর্থবছরের প্রতিবেদন, বর্ষপঞ্জি, লেখার খাতা এবং ক্যালেন্ডার প্রকাশ।

১০। বাংলা একাডেমির সম্মানিত ফেলো ও সদস্যদের থেকে প্রস্তাব আহ্বান এবং প্রাপ্তপ্রস্তাব বই আকারে প্রকাশ।

 

সাম্প্রতিক অর্জন

১।    সাধারণ পরিষদের বার্ষিক সভা ২০২২ আয়োজন।

৩।   বাংলাদেশের বিশিষ্ট গুণীজনের মধ্য থেকে ২১জনকে সদস্য পদ প্রদান।

৪।    দাপ্তরিক কাজ ই-নথিতে সম্পাদন।

 

 

(ইমরুল ইউসুফ)

উপপরিচালক

পরিষদ উপবিভাগ

বাংলা একাডেমি, ঢাকা

ফোন : ০২-৫৮৬১১২৩৭

মোবাইল : ০১৭১১১১২৬৫৬

ই-মেইল : imrulyousuf@gmail.com