Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২৪

পত্রিকা উপবিভাগ

 

বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের অন্তর্ভুক্ত ‘পত্রিকা উপবিভাগ’ থেকে ‘উত্তরাধিকার’ ও ‘ধানশালিকের দেশ’ পত্রিকা দুটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকাগুলো অর্জন করেছে বিপুল পাঠকপ্রিয়তা। এতে লিখছেন দেশের খ্যাতিমান প্রবীণ ও নবীন লেখকেরা।

 

উত্তরাধিকার

উত্তরাধিকার বাংলা একাডেমির সৃষ্টিশীল সাহিত্যপত্র। এটি ১৯৭৩ সালে প্রথম প্রকাশিত হয়। দশ বছর মাসিক পত্রিকা হিসেবে চালু থাকলেও ১৯৮৩ সাল থেকে ত্রৈমাসিকে রূপান্তরিত হয় । ২০০৯ সালের জুলাই থেকে মাসিক পত্রিকা হিসেবে প্রতি মাসে  নিয়মিতভাবে প্রকাশিত হয়। পরে আবার ত্রৈমাসিকে রূপান্তরিত হয়। বর্তমানে বছরে পত্রিকাটির ৪টি সংখ্যা প্রকাশিত হচ্ছে। প্রবন্ধ, গল্প, কবিতা, আত্মজীবনী, স্মৃতিকথা, বিদেশি সাহিত্যের অনুবাদের পাশাপাশি চলচ্চিত্র, থিয়েটার, বিজ্ঞান, দর্শন, সাংবাদিকতা, চিত্রকলাসহ নানা বিষয়ে মুদ্রিত হচ্ছে সৃজনশীল রচনা। এতে দেশের খ্যাতিমান প্রবীণ-নবীন লেখকরা নিয়মিত লিখছেন । পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

 

 

ধানশালিকের দেশ

কিশোরদের জন্য প্রকাশিত বাংলা একাডেমি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘ধানশালিকের দেশ’। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে। বর্তমানে বছরে চারটি সংখ্যা প্রকাশিত হচ্ছে। দেশের খ্যাতিমান প্রবীণ-নবীন লেখকরা নিয়মিত লিখছেন। মুদ্রিত হচ্ছে শিশু-কিশোরদের উপযোগী গল্প, কবিতা, ছড়া, চিরায়ত শিশু-কিশোর সাহিত্য, খেলাধুলা, চিত্রকলাসহ নানা আঙ্গিকের লেখা। এটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

 

 

বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা

বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের বিজ্ঞানচর্চার গবেষণা ও প্রসারের লক্ষ্যে বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশ করে আসছে। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকাটি বাংলা একাডেমির বিজ্ঞান বিষয়ক ষাণ্মাসিক মুখপত্র। এ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে। পত্রিকাটির ১ম বর্ষে ১০জন সম্পাদকমণ্ডলীর সম্পাদনায় ০৪টি সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদকমণ্ডলীতে যারা ছিলেন তাঁরা হলেন- ড. মযহারুল ইসলাম-সভাপতি, ড. মুহম্মদ ইন্নাস আলী-সদস্য, ড. জহুরুল হক-সদস্য, ড. এ.কে.এম আমিনুল হক-সদস্য, অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার-সদস্য, আবদুল হক খন্দকার-সদস্য, ডা. বদরুদ্দোজা চৌধুরী-সদস্য, লুৎফুল হায়দার চৌধুরী-সদস্য/আহ্বায়ক, ড.মুহাম্মদ ইব্রাহিম-সদস্য, মোহাম্মদ গাজীউর রহমান-সদস্য।

 

বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে এক অত্যাবশ্যকীয় ও মোহময় আশীর্বাদ। অথচ আমাদের দেশে বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের বিজ্ঞান পত্রিকা তেমন বেশি নেই। ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশের মাধ্যমে বাংলা একাডেমি বাংলাদেশের বিজ্ঞানমনস্ক ও বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের কাছে বেশকিছু বার্তা প্রদানে সক্ষম হয়েছে। এর ফলে আমাদের মাতৃভাষা বাংলায় বিজ্ঞানের জটিল ও কঠিন বিষয়সমূহ আয়ত্ত করা এবং একে জনপ্রিয় করে তোলা সম্ভব হচ্ছে। বিজ্ঞানের জটিল ও কঠিন বিষয় নিয়ে যেসব গবেষক কাজ করছেন, তাঁদের কাছে এ পত্রিকাটির গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। প্রতিটি মূল প্রবন্ধ আন্তর্জাতিক বিবলিওগ্রাফিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রবন্ধের দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) সারসংক্ষেপ রাখা হয়।

 

‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’য় লেখকদের জন্য নির্দেশাবলি মুদ্রিত হয়। কোনো প্রবন্ধ বা নিবন্ধ প্রেরণ করার পূর্বে এই নির্দেশাবলি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট লেখকদের বিশেষভাবে অনুরোধ করা হয়। ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকার ২টি সংখ্যা প্রকাশিত হয়েছে। যথা- বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা নবপর্যায় বর্ষ ৪, সংখ্যা ১, জুলাই-ডিসেম্বর ২০২৩ এবং বর্ষ ৪, সংখ্যা ২, জানুয়ারি-জুন ২০২৪। নববর্যায়ে ০৭টি সংখ্যা প্রকাশ করা হয়েছে। পত্রিকাটিতে দেশের খ্যাতিমান প্রবীণ-নবীন লেখকরা নিয়মিত লিখছেন । পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক। নির্বাহী সম্পাদকের দায়িত্বে আছেন সমীর কুমার সরকার এবং সহকারী সম্পাদকের দায়িত্বে আছেন মনিরুজ্জামান রোহান। 

 

বাংলা একাডেমি পত্রিকা

বাংলা একাডেমি পত্রিকা বাংলা একাডেমির সাহিত্য-সংস্কৃতি বিষয়ক গবেষণা ত্রৈমাসিক ‘বাংলা একাডেমি পত্রিকা’। পত্রিকাটি ১৯৫৭ সাল থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। বাংলা ভাষায় রচিত ভাষা ও সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতি, নাটক ও থিয়েটার, চলচ্চিত্র ও শিল্পকলা, সংগীত, স্থাপত্য, মুদ্রণ ও প্রকাশনা, প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব, স্থানীয় ইতিহাস প্রভৃতি বিষয়ক মৌলিক প্রবন্ধ পত্রিকায় প্রকাশিত হয়। পত্রিকায় প্রকাশের জন্য এক কপি পাণ্ডুলিপি কম্পিউটার কম্পোজ করে জমা দিতে হবে। লেখার ক্ষেত্রে ফন্ট হবে বিজয় সফটওয়ার/সুতন্বী এমজে। প্রবন্ধে লেখকের পেশাগত পরিচয় এবং যোগাযোগের ঠিকানা ও ফোন নাম্বার থাকতে হবে। প্রবন্ধটি হবে বাংলা একাডেমি প্রমিত বানানরীতি অনুযায়ী।

 

2024-08-25-08-53-73388d17d082ebbb5f4e18663206bf6f

বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা

ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের অধীন ফোকলোর উপবিভাগ থেকে ‘বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা’ শিরোনামে একটি ষাণ্মাসিক পত্রিকা প্রকাশ করা হয়। ২০১৯-২০২০ অর্থবছর থেকে শুরু করে ২০২৩-২০২৪ পর্যন্ত  পত্রিকার মোট দশটি সংখ্যা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ও বিদেশের বিভিন্ন ফোকলোর গবেষক, বিশেষজ্ঞ ও শিক্ষার্থী রচিত ফোকলোর বিষয়ক প্রবন্ধ, ফিল্ডওয়ার্ক, বিশিষ্টজনদের সাক্ষাৎকার, অনুবাদ, ফোকলোর বিষয়ক গ্রন্থের আলোচনা, নাগরিক মঞ্চে ফোকলোর বিষয়ক পরিবেশনা সংক্রান্ত প্রতিবেদন এই পত্রিকায় অন্তর্ভুক্ত। এছাড়াও ফোকলোর সাধকদের জীবন ও বৈচিত্র্যময় কর্মসাধনার কথাও এ পত্রিকার মাধ্যমে তুলে ধরা হয়।

বাংলা একাডেমি অনুবাদ পত্রিকা
বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগ থেকে ‘বাংলা একাডেমি অনুবাদ পত্রিকা’ প্রকাশিত হয়। ষান্মাসিক পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয় ২০২১ সালে। বিশ্বের বিভিন্ন ভাষায় রচিত সৃজনশীল ও মননশীল সাহিত্য বাংলা ভাষায় অনুবাদের মাধ্যমে এই পত্রিকায় প্রকাশিত হয়। 


  

The Bangla Academy Journal
The Bangla Academy Journal’ বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগ থেকে প্রকাশিত হয়। পত্রিকাটি ষান্মাসিক। বাংলা ভাষায় রচিত সৃজনশীল ও মননশীল সাহিত্য  ইংরেজি ভাষায় অনুবাদের মাধ্যমে এই পত্রিকায় প্রকাশিত হয়। পাশাপাশি ইংরেজি ভাষায় রচিত বাংলাদেশের সাহিত্য এবং গবেষণা-প্রবন্ধও প্রকাশিত হয়। 

 

বাংলা একাডেমি বার্তা