Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ সেপ্টেম্বর ২০২৪

পত্রিকা উপবিভাগ

 

বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের অন্তর্ভুক্ত ‘পত্রিকা উপবিভাগ’ থেকে ‘উত্তরাধিকার’ ও ‘ধানশালিকের দেশ’ পত্রিকা দুটি নিয়মিত প্রকাশিত হচ্ছে। পত্রিকাগুলো অর্জন করেছে বিপুল পাঠকপ্রিয়তা। এতে লিখছেন দেশের খ্যাতিমান প্রবীণ ও নবীন লেখকেরা।

 

উত্তরাধিকার

উত্তরাধিকার বাংলা একাডেমির সৃষ্টিশীল সাহিত্যপত্র। এটি ১৯৭৩ সালে প্রথম প্রকাশিত হয়। দশ বছর মাসিক পত্রিকা হিসেবে চালু থাকলেও ১৯৮৩ সাল থেকে ত্রৈমাসিকে রূপান্তরিত হয় । ২০০৯ সালের জুলাই থেকে মাসিক পত্রিকা হিসেবে প্রতি মাসে  নিয়মিতভাবে প্রকাশিত হয়। পরে আবার ত্রৈমাসিকে রূপান্তরিত হয়। বর্তমানে বছরে পত্রিকাটির ৪টি সংখ্যা প্রকাশিত হচ্ছে। প্রবন্ধ, গল্প, কবিতা, আত্মজীবনী, স্মৃতিকথা, বিদেশি সাহিত্যের অনুবাদের পাশাপাশি চলচ্চিত্র, থিয়েটার, বিজ্ঞান, দর্শন, সাংবাদিকতা, চিত্রকলাসহ নানা বিষয়ে মুদ্রিত হচ্ছে সৃজনশীল রচনা। এতে দেশের খ্যাতিমান প্রবীণ-নবীন লেখকরা নিয়মিত লিখছেন । পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক।

 

 

ধানশালিকের দেশ

কিশোরদের জন্য প্রকাশিত বাংলা একাডেমি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘ধানশালিকের দেশ’। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৩ সালে। বর্তমানে বছরে চারটি সংখ্যা প্রকাশিত হচ্ছে। দেশের খ্যাতিমান প্রবীণ-নবীন লেখকরা নিয়মিত লিখছেন। মুদ্রিত হচ্ছে শিশু-কিশোরদের উপযোগী গল্প, কবিতা, ছড়া, চিরায়ত শিশু-কিশোর সাহিত্য, খেলাধুলা, চিত্রকলাসহ নানা আঙ্গিকের লেখা। এটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক।