বাংলা একাডেমির সংস্কৃতি, পত্রিকা ও মিলনায়তন বিভাগের অন্তর্গত মিলনায়তন একটি উপবিভাগ। এই উপবিভাগে ৩টি মিলনায়তন, বাংলা একাডেমির প্রাঙ্গণ, নজরুল মঞ্চ, রবীন্দ্র চত্বর, ভাষা-শহিদ মুক্তমঞ্চ এবং ভাস্কর নভেরা প্রদর্শনী কক্ষ রয়েছে। এইসব মিলনায়তন, চত্বর ও প্রদর্শনী কক্ষে বাংলা একাডেমির নির্ধারিত অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন ব্যক্তি/ প্রতিষ্ঠান/ সংস্থা/ সংগঠনকে ভাড়া প্রদান সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হয়ে থাকে।
১. আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন
৫০০ আসনবিশিষ্ট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের নিচতলায় অবস্থিত । মিলনায়তনে নিজস্ব সাউন্ড সিস্টেম ও মঞ্চ লাইটের ব্যবস্থা আছে । এছাড়া অতিথিদের গাড়ি পার্কিংয়ের (নিয়ন্ত্রিত) সুব্যবস্থা আছে। মিলনায়তনটির ভাড়া (বিদ্যমান সাউন্ড সিস্টেম ও লাইটসহ) ৭৭,৫০০.০০ টাকা দিনব্যাপী (৮ ঘণ্টা) এবং অর্ধদিবস (৪ ঘণ্টা) ৫৪,৫০০.০০ টাকা । ভাড়ার সাথে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত করা আছে ।
২. কবি শামসুর রাহমান সেমিনার কক্ষ
ছোট পরিসরে কবি শামসুর রাহমান সেমিনার কক্ষটি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের নিচতলায় অবস্থিত। এটি ১০০ আসনবিশিষ্ট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি আধুনিক সেমিনার কক্ষে নিজস্ব সাউন্ড সিস্টেম ও মঞ্চ লাইটের ব্যবস্থা বিদ্যমান। এছাড়া অতিথিদের গাড়ি পার্কিংয়ের (নিয়ন্ত্রিত) সুব্যবস্থা আছে। মিলনায়তনটির ভাড়া (বিদ্যমান সাউন্ড সিস্টেম ও লাইটসহ) ২০,০০০.০০ টাকা । দিনের যে কোনো সময়ের জন্য পূর্ণ দিবসের ভাড়া প্রযোজ্য হবে । ভাড়ার সাথে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত করা আছে । সময় রাত ৮.০০ পর্যন্ত ৮ ঘণ্টা ।
৩. সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহ
কবি জসীমউদদীন ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এটি ১৫০ আসনবিশিষ্ট সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি আধুনিক সভাগৃহ। কক্ষে নিজস্ব সাউন্ড সিস্টেম ও মঞ্চ লাইটের ব্যবস্থা বিদ্যমান। এছাড়া অতিথিদের গাড়ি পার্কিংয়ের (নিয়ন্ত্রিত) সুব্যবস্থা আছে । মিলনায়তনটির ভাড়া (বিদ্যমান সাউন্ড সিস্টেম ও লাইটসহ) ২৫,০০০.০০ টাকা । দিনের যে কোনো সময়ের জন্য পূর্ণ দিবসের ভাড়া প্রযোজ্য হবে। ভাড়ার সাথে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত করা আছে। সময় রাত ৮.০০ পর্যন্ত ৮ ঘণ্টা ।
৪. বাংলা একাডেমির প্রাঙ্গণ
বাংলা একাডেমি প্রাঙ্গণ মেলা ও বিভিন্ন ধরনের উৎসবের (বাংলা একাডেমির নীতি ও আদর্শের পরিপন্থি নয়) জন্য ভাড়া প্রদান করা হয়ে থাকে। প্রাঙ্গণের প্রতিদিনের ভাড়া ভ্যাট ও আয়করসহ ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা । এছাড়া প্রাঙ্গণের অংশবিশেষের প্রতিদিনের ভাড়া ভ্যাট ও আয়করসহ ৩,৪৫০.০০ (তিন হাজার চারশত পঞ্চাশ) টাকা। সময় রাত ৮.০০ পর্যন্ত ৮ ঘণ্টা ।
৫. নজরুল মঞ্চ
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বাংলা একাডেমির ঐতিহাসিক বটবৃক্ষকে কেন্দ্র করে নজরুল মঞ্চ অবস্থিত । আলোচনা, সংস্কৃতি ও অন্যান্য অনুষ্ঠানের জন্য এই মঞ্চ ভাড়া প্রদান করা হয়ে থাকে। নজরুল মঞ্চের ভাড়া প্রতিদিন ৫,৭৫০.০০ (পাঁচ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। সময় রাত ৮.০০ পর্যন্ত ৮ ঘণ্টা ।
৬. রবীন্দ্র চত্বর
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ঐতিহাসিক বর্ধমান হাউসের পূর্বদিকে বারান্দাসহ সামনের প্রাঙ্গণ রবীন্দ্র চত্বর। আলোচনা, সংস্কৃতি ও অন্যান্য অনুষ্ঠানের জন্য এই চত্বর ভাড়া প্রদান করা হয়ে থাকে। রবীন্দ্র চত্বরের ভাড়া প্রতিদিন ৫,৭৫০.০০ (পাঁচ হাজার সাতশত পঞ্চাশ) টাকা। সময় রাত ৮.০০ পর্যন্ত ৮ ঘণ্টা ।
৭. ভাষা-শহিদ মুক্তমঞ্চ
বায়ান্নর ভাষা আন্দোলনের মহান শহিদের স্মরণে বাংলা একাডেমির পুকুরের পশ্চিম পাড় সংলগ্ন ভাষা-শহিদ মুক্তমঞ্চ স্থাপন করা হয় । প্রাকৃতিক পরিবেশে এই মঞ্চে আলোচনা, সংস্কৃতি ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । ভাষা-শহিদ মুক্তমঞ্চের ভাড়া প্রতিদিন ১১,৫০০.০০ (এগারো হাজার পাঁচশত) টাকা । সময় রাত ৮.০০ পর্যন্ত ৮ ঘণ্টা ।
৮. ভাস্কর নভেরা প্রদর্শনী কক্ষ
বাংলা একাডেমির ড. এনামুল হক ভবনের নিচতলায় ভাস্কর নভেরা প্রদর্শনী কক্ষ অবস্থিত। । এখানে ছবি এবং বিভিন্ন প্রদর্শনীর জন্য ভাড়া প্রদান করা হয়ে থাকে। ভাস্কর নভেরা প্রদর্শনী কক্ষের ভাড়া প্রতিদিন ১০,০০০.০০ (দশ হাজার) টাকা । সময় রাত ৮.০০ পর্যন্ত ৮ ঘণ্টা ।
এছাড়া প্রাঙ্গণের অংশবিশেষ ভাড়া প্রদান করা হয় । প্রাঙ্গণের অংশবিশেষের প্রতিদিনের ভাড়া ৩,৪৫০.০০ (তিন হাজার চারশত পঞ্চাশ) টাকা। সময় রাত ৮.০০ পর্যন্ত ৮ ঘণ্টা ।
যোগাযোগ :
এস এম জাহাঙ্গীর কবীর
উপপরিচালক (চলতি দায়িত্ব)
মিলনায়তন উপবিভাগ
ফোন : ০১৭১৬৬২৬৪৩৬