বাংলা একাডেমি আইন ২০১৩-এর ১২ নং ধারা অনুসারে বাংলা একাডেমির সার্বিক কর্মকাণ্ড ৮টি বিভাগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তন্মধ্যে বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণ বিভাগ অন্যতম। বিক্রয় ও বিপণন এবং পুনর্মুদ্রণ দু’টি উপবিভাগের সমন্বয়ে এই বিভাগ গঠিত।
বিক্রয় ও বিপণন উপবিভাগ : একাডেমি প্রকাশিত বই ও পত্রিকা বিক্রয় এবং বিপণনের যাবতীয় কাজ করে থাকে। একাডেমির বই ও পত্রিকা বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি বিক্রির পাশাপাশি একাডেমির তালিকাভুক্ত বিক্রয় প্রতিনিধির মাধ্যমে ঢাকাসহ সারাদেশে বিক্রির ব্যবস্থা করে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসব্যাপী অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়। বিক্রয় ও বিপণন উপবিভাগ বইমেলার পূর্বাপর যাবতীয় কাজ সম্পাদন করে। এছাড়া জাতীয় গ্রন্থকেন্দ্র, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বিভিন্ন জেলা প্রশাসন কর্তৃক বছরজুড়ে আয়োজিত বইমেলায় বাংলা একাডেমি অংশগ্রহণ করে থাকে। এসব বইমেলায় বাংলা একাডেমির অংশগ্রহণের যাবতীয় কাজ বিক্রয় ও বিপণন উপবিভাগ করে থাকে।
বাংলা একাডেমি প্রকাশিত সকল প্রকাশনা ও পত্রিকা বিক্রয় ও বিপণনের কার্যক্রম সম্পাদন করে একাডেমির বিক্রয় ও বিপণন উপবিভাগ। একাডেমির বিক্রয় ও বিপণন উপবিভাগের বিক্রয়ক্রেন্দ্র থেকে এই কার্যকক্রম সরাসরি পরিচালনা করা হয়। এছাড়াও বিক্রয় ও বিপণন উপবিভাগের বিক্রয়ক্রেন্দ্র একাডেমির তালিকাভুক্ত বিক্রয় প্রতিনিধির মাধ্যমে ঢাকাসহ সারাদেশে একাডেমির প্রকাশনা বিক্রয়ের ব্যবস্থা করে ।
অমর একুশে বইমেলা
বাংলা একাডেমি প্রতিবছর ফেব্রুয়ারি মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজন করে। একাডেমি কর্তৃক আয়োজিত দীর্ঘসময়ের এই বইমেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অমর একুশে বইমেলার পূর্বাপর যাবতীয় কাজ সম্পাদন করে থাকে বিক্রয় ও বিপণন উপবিভাগ।
দেশের অভ্যন্তরে বইমেলা
জাতীয় গ্রন্থকেন্দ্র, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং জেলা প্রশাসন কর্তৃক দেশব্যাপী বছরজুড়ে আয়োজিত বইমেলায় বাংলা একাডেমি অংশগ্রহণ করে। এসব বইমেলায় অংশগ্রহণ ও বই বিক্রির যাবতীয় কাজ বিক্রয় ও বিপণন উপবিভাগের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে।
আন্তর্জাতিক বইমেলা
পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় বাংলা একাডেমি অংশগ্রহণ করে থাকে। যেমন- কলকাতা আন্তর্জাতিক বইমেলা, লন্ডন বইমেলা, কায়রো আন্তর্জাতিক বইমেলা, ফ্রাঙ্কফুট বইমেলা, আগরতলা বইমেলা, টোকিও আন্তর্জাতিক বইমেলা, নিউইয়র্ক বইমেলা প্রভৃতি। এসব বইমেলায় অংশগ্রহণের বিষয়ে যাবতীয় কাজ একাডেমির বিক্রয় ও বিপণন উপবিভাগ সম্পাদন করে থাকে। উপরিউক্ত বইমেলায় অংশগ্রহণ আন্তর্জাতিকভাবে একাডেমির প্রকাশনার সম্প্রসারণ ও পরিচিতি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
বাংলা একাডেমির প্রকাশনা বিক্রয়ের নিয়ম
১. বাংলা একাডেমি প্রকাশিত জানুয়ারি ২০০১ থেকে বর্তমান সময় পর্যন্ত যে কোনো মূল্যের বই ক্রয় করলে ২৫% কমিশন প্রদান করা হয়।
২. বাংলা একাডেমি ডিসেম্বর ২০০০ পর্যন্ত প্রকাশিত (পুনর্মুদ্রণ বাদে) বই ৫০% কমিশনে বিক্রয় করা হয়।
৩. বাংলা একাডেমি প্রকাশিত প্রতিটি বইয়ের একটি করে (বর্তমান ভান্ডারে মজুদ সাপেক্ষে) ১ সেট বই ক্রয় করলে ৬০% কমিশন দেওয়া হয়।
৪. সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকার নিয়ন্ত্রিত ব্যাংক ও কর্পোরেশনে বিলের মাধ্যমে একাডেমির বই বিক্রয় করা হয়।
৫. বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, এনজিও, লাইব্রেরি কেবল নগদ অর্থে বা পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে একাডেমির বই ক্রয় করতে পারে। চেকের মাধ্যমে অর্থ পরিশোধের নিয়ম নেই।
৬. সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, ক্লাব, লাইব্রেরি বা কোনো প্রতিষ্ঠানকে একাডেমির বই বিনামূল্যে/অনুদান হিসেবে দেওয়ার নিয়ম নেই।
বাংলা একাডেমির বই/পত্রিকা ক্রয় সংক্রান্ত তথ্য জানার ঠিকানা
বিক্রয় ও বিপণন উপবিভাগ |
Sales and Marketing Sub-Division |
বাংলা একাডেমি, ঢাকা ১০০০ |
Bangla Academy, Dhaka-1000 |
ফোন:৫৮৬১১২৪৫, ৫৮৬১১৩২৫ |
Phone : 58611245, 58611325 |
ফ্যাক্স : ৮৮-০২-৯৬৬১০৮০ |
Fax : 88-02-9661080 |
|
Web : www.banglaacademy.gov.bd |