উপবিভাগ পরিচিতি : বাংলা একাডেমির হিসাব সংক্রান্ত যাবতীয় কার্যক্রম হিসাবরক্ষণ ও বাজেট উপবিভাগ থেকে পরিচালিত হয়। সংক্ষেপে এই উপবিভাগকে হিরবা উপবিভাগ বলা হয়। |
উপবিভাগের কার্যাবলি : ক. একাডেমির প্রয়োজনে হিরবা উপবিভাগ প্রতিবছর সরকারি মঞ্জুরির জন্য বাজেট ও সংশোধিত বাজেট প্রণয়ন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করে। খ. অর্থ মন্ত্রণালয় কর্তৃক অর্থবছরের বাজেট অনুমোদিত হলে অর্থ ছাড়করণ ও আয়-ব্যয় হিসাব প্রদান করে। গ. হিরবা উপবিভাগ বাংলা একাডেমির অডিট আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকে। ঘ. হিরবা উপবিভাগ বাংলা একাডেমির সকল কর্মকর্তা-কর্মচারীর বেতন ভাতাদি প্রদান করে থাকে। ঙ. হিরবা উপবিভাগ বাংলা একাডেমি পরিচালনার জন্য অবকাঠামোগত কাজ, বইপ্রকাশ, বই পুনুর্মুদ্রণ, দেশের অভ্যন্তরে ও দেশের বাহিরে বইমেলাসহ সকল কাজের জন্য নথিতে অনুমোদন, বিল, নগদান বই এবং খতিয়ান বইতে এন্ট্রি ও চেক প্রস্তুত করে থাকে। চ. হিরবা উপবিভাগ বাংলা একাডেমির সকল কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন প্রকার ঋণ ও ভবিষ্য-তহবিলের হিসাব প্রদান ও সংরক্ষণ করে। ছ. হিরবা উপবিভাগ একাডেমি ও মন্ত্রণালয়ের চাহিদা অনুসারে বাজেট ও অডিট সংক্রান্ত সকল কাজ সম্পাদন ও চাহিত তথ্য সরবরাহ করে। জ. বাংলা একাডেমি পরিচালনা ও এর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য হিরবা উপবিভাগ অর্থ আয়ন-ব্যয়নের কাজ করে থাকে। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক আইবাস++ এর মাধ্যমে সরকারি মঞ্জুরির অর্থ আয়ন-ব্যয়নের কাজও হিরবা উপবিভাগ করে থাকে। |
ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম ও পদবী : ক. নাম- মোঃ কামাল উদ্দীন আহমেদ খ. পদবী- উপপরিচালক গ. মোবাইল নম্বর- ০১৭১২ ০২৩ ১৭৫ ঘ. ইমেইল- ahammedkamal2006@gmail.com |