Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ সেপ্টেম্বর ২০২৪

জনসংযোগ উপবিভাগ

 

জনসংযোগ উপবিভাগ বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের আওতাধীন। বাংলা একাডেমির ভাবমূর্তি সমুন্নতকরণ ও একাডেমি গৃহীত কার্যক্রমের সার্বিক প্রচারের লক্ষ্যে জনসংযোগ উপবিভাগ একাডেমির বিভিন্ন সংবাদ ও প্রাসঙ্গিক তথ্যাবলি জনগণকে নিয়মিতভাবে অবহিতকরণসহ একাডেমির বিভিন্ন কার্যক্রমের সংবাদ গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রেরণের ব্যবস্থা করে।

 

জনসংযোগ উপবিভাগের কার্যপরিধির মধ্যে নিন্মোক্ত বিষয়গুলো উল্লেখযোগ্য :

১. বাংলা একাডেমির বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ অনুষ্ঠানের পূর্বে ও পরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞপ্তি আকারে প্রেরণ।

২. বাংলা একাডেমির নিয়মিত কার্যাবলি, ইতিহাস ও ভবিষ্যত রূপকল্পনা ‘বাংলা একাডেমি বার্তা’ শিরোনামে ত্রৈমাসিক বুলেটিন আকারে প্রকাশ।

৩. দেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন সাহিত্য পত্রিকা ও ছোটকাগজে বাংলা একাডেমির বইপত্রের বিজ্ঞাপন প্রদান।

৪. বাংলা একাডেমি এবং জাতির বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক ইতিহাস-মূলক সুনির্বাচিত বই প্রকাশ।

৫. বাংলা একাডেমি আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলার সার্বিক তথ্যসেবা প্রদান ও মতবিনিময়ের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে একাডেমির প্রয়াস বাস্তবায়নে সহায়তা।

৬. ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ ও একাডেমি পরিচালিত বিভিন্ন পুরস্কারের সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে প্রেরণ করে।

৭. দেশবরেণ্য কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বাংলা একাডেমির ফেলো/সদস্য/জীবনসদস্য-সহ বিশিষ্টজনদের প্রয়াণে একাডেমি প্রদত্ত শোকবাণী গণমাধ্যমে প্রেরণ।

 

 

নার্গিস সানজিদা সুলতানা

উপপরিচালক

জনসংযোগ উপবিভাগ