Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০২৩

একনজরে একুশ শতকে বাংলা একাডেমি

একনজরে একুশ শতকে বাংলা একাডেমি

 

ক.           গবেষণামূলক ও অন্যান্য কর্মকাণ্ড

                ১.             শতবর্ষ প্রয়াসের বাস্তবায়ন : বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ প্রকাশ

                ২.            পাঁচ খণ্ডে বাংলা সাহিত্যের ইতিহাস (প্রথম খণ্ড ১৯৮৭, দ্বিতীয় খণ্ড ২০১০) রচনায় গতিসঞ্চার

                ৩.            বাংলা ও বাঙালির ইতিহাস গ্রন্থ প্রকাশ

                ৪.            বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান প্রকাশ

                ৫.            পাঁচ খণ্ডে রবীন্দ্রজীবন প্রণয়ন ও প্রকাশনা

                ৬.            নজরুল রচনাবলি প্রকাশ

                ৭.            বরেণ্য ব্যক্তিবর্গের রচনাবলি প্রকাশ

                ৮.            বরেণ্য ব্যক্তিবর্গের জীবনী প্রকাশ

                ৮.            আধুনিক বাংলা অভিধান (পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ) প্রকাশ

                ৯.            তিনটি গবেষণা বৃত্তি চালু

                ১০.          গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশ

                ১১.           অভিধান প্রকাশ

                ১২.          অনুবাদ ও পাঠ্যপুস্তক বিভাগের কর্মকাণ্ডর গতি বৃদ্ধি

                                ক. অনুবাদ প্রকল্প খ. অনুবাদ ও পাঠ্যপুস্তক সহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশ গ. অনুবাদ বিষয়ক কর্মশালা

                ১৩.          চিরায়ত গ্রন্থমালা পুনর্মুদ্রণ

               ১৪.          আলোকচিত্রে বাংলা একাডেমির ইতিহাস প্রকাশ

              ১৫.          শত ভাস্কর্য ও ম্যুরালে বঙ্গবন্ধু : আলোকচিত্র অ্যালবাম প্রকাশ

              ১৬.          বাংলা একাডেমি থেকে নব আঙ্গিকে-

                            ১. উত্তরাধিকার ২. বাংলা একাডেমি পত্রিকা ৩. বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা ৪. ধানশালিকের দেশ ৫. দি বাংলা একাডেমি জার্নাল ৬. বাংলা একাডেমি ফোকলোর পত্রিকা ৭. বাংলা একাডেমি                               অনুবাদ পত্রিকা ৮. বাংলা একাডেমি বার্তা নিয়মিত প্রকাশ

              ১৭.          ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে ১০০টি গ্রন্থ প্রকাশের উদ্যোগ (ইতোমধ্যে ৭৬টি গ্রন্থ প্রকাশিত হয়েছে)

             ১৮.          কাজী নজরুল ইসলাম রচিত ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উপলক্ষ্যে ‘বিদ্রোহী’ : শতবর্ষে শতদৃষ্টি’ শীর্ষক গ্রন্থ প্রকাশ

 

খ.            প্রশিক্ষণ/পুরস্কার/অনুষ্ঠান

                ১.             বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)’র নির্দেশনায় প্রশিক্ষণ প্রদান

                ২.            স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান

                ৩.            ইনোভেশন সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান

                ৪.            বাংলা একাডেমির উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ও গ্রাফিক্স প্রশিক্ষণ কোর্স

                ৫.            বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান

                ৬.            বাংলা একাডেমির নিজস্ব এবং দাতাদের অর্থানুক‚ল্যে ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলা একাডেমি পরিচালিত পুরস্কার প্রদান

                ৭.            সম্মানসূচক ফেলোশিপ প্রদান

                ৮.            নববর্ষ উদ্যাপন

                ৯.            মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয়মেলার আয়োজন

                ১০.          বর্ণিল আয়োজনে বাংলা একাডেমি প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

                ১১.           সাধারণ পরিষদের বার্ষিক সভা আয়োজন

১২.          মীর মশাররফ হোসেন ও বেগম রোকেয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র এবং রংপুরের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন

১৩.          পদ্মা সেতুর উদ্বোধনোত্তর অনুষ্ঠানের আয়োজন

 

গ.            বই বিক্রয়, অমর একুশে বইমেলা ও দেশে-বিদেশে বইমেলা

                ১.             বই বিক্রির জন্য সর্বাধুনিক অ্যাপস নির্মাণ ও ব্যবহার

                ২.            অমর একুশে বইমেলা আন্তর্জাতিক মানে আয়োজন

                ৩.            জেলা ও উপজেলা পর্যায়ে বই বিক্রয় প্রতিনিধি নিয়োগ

                ৪.            দেশে ও বিদেশে বইমেলার আয়োজন ও বইমেলায় অংশগ্রহণ

 

ঘ.            নতুন স্থাপনা ও অবকাঠামো উন্নয়ন

                ১.             ভাষা আন্দোলন জাদুঘর, জাতীয় লেখক ও সাহিত্য জাদুঘর, লোকঐতিহ্য জাদুঘর প্রতিষ্ঠা

                ২.            কলকাতায় শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে বাংলা একাডেমি কর্নার স্থাপন

                ৩.            নজরুল মঞ্চ ও নজরুল স্মৃতি কক্ষের সংস্কার

                ৪.            সচিবের দপ্তর সংস্কার ও আধুনিকায়ন

                ৫.            কবি জসীমউদ্দীন ভবনে গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগ আধুনিকায়ন

                ৬.            বৃহত্তর পরিসরে নতুন আঙ্গিকে বঙ্গবন্ধু কর্নার স্থাপন

                ৭.            `ভাষাশহিদ মুক্তমঞ্চ’ ও তৎসংলগ্ন কমপ্লেক্স নির্মাণ

                ৮.            পুকুর সংস্কার ও নান্দনিকীকরণ

                 ৯.            বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন, কবি শামসুর রাহমান সেমিনার কক্ষ, সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাগৃহ ও সভাকক্ষ নবআঙ্গিকে সংস্কার ও আধুনিকায়ন

                 ১০.          `বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উপলক্ষ্যে নজরুল মঞ্চে ‘বিদ্রোহী’ কবিতাটি শিলালিপিতে উৎকীর্ণকরণ

 

ঙ.            স্থানীয় ও আন্তর্জাতিক সম্মেলন

১. বাংলা একাডেমির সমন্বয়ে দেশের ৬৪ জেলায় ‘জেলা সাহিত্যমেলা’ ২০২২ আয়োজন। ইতোমধ্যে মোট ৪৪টি জেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হয়েছে।

২. মরক্কোতে অনুষ্ঠিত  Ô7th Session of the Intergovernmental Committee for the UNESCO 2003 ConventionÕ-এ অংশগ্রহণ

৩. নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত Ô2nd China-South Asia Literature Forum Trans-Himalayan Literary and Cultural ConnectivitiesÕ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ

              ৪. আঞ্চলিক ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন (সার্কভুক্ত দেশসমূহের প্রতিনিধি সমন্বয়ে)

 

চ.             সরকারের অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন প্রকল্প/কর্মসূচি

১. `বাংলা একাডেমি গ্রন্থাগার আধুনিকীকরণ : অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন, অটোমেশন ও ডিজিটাইজেশন’ শীর্ষক প্রকল্প

২. `পুথির লিপ্যন্তর করে বাংলায় বই প্রকাশ এবং পুথিসামগ্রীর ভৌত সংরক্ষণ ও ডিজিটাল মহাফেজকরণ’ শীর্ষক প্রকল্প

             ৩. `বাংলা ভাষা, সাহিত্য, পাঠ্য ও পাঠ্যসহায়ক গ্রন্থ প্রণয়ন ও প্রকাশনা’ শীর্ষক প্রকল্প

              ৪. `অনুবাদকর্মের উন্নয়ন : প্রশিক্ষণ ও কর্মশালা’ শীর্ষক প্রকল্প

              ৫. `গ্রাফিক ডিজাইন ও কম্পিউটার প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্প

             ৬. `ফোকলোর গবেষণা ইনস্টিটিউট ও অনুবাদ চর্চাকেন্দ্র নির্মাণ’ শীর্ষক প্রকল্প

              ৭. `বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র সংরক্ষণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প

 

ছ.            চুক্তিসমূহ

                ১.             বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA)

                ২.            MEMORANDUM OF UNDERSTANDING BETWEEN BANGLA ACADEMY, BANGLADESH AND NEPAL ACADEMY, NEPAL

জ.           অন্যান্য

                ১.             `স্বাধীনতা পুরস্কার ২০১০ অর্জন

                ২.            বাংলা একাডেমি আইন, ২০১৩’ জাতীয় সংসদে পাশ; প্রবিধানমালা প্রণয়ন ও গেজেট আকারে প্রকাশ (৪ঠা মার্চ ২০২১)

                ৩.            বাংলা একাডেমির পরিকল্পনা ও উপস্থাপনায় বাংলাদেশের `জামদানি শাড়ি’ ও `মঙ্গল শোভাযাত্রা’ ইউনেস্কোর Intengible Cultural Heritage of Humanity -তে প্রতিনিধিত্বমূলক

                                তালিকায় স্থান লাভ

                ৪.            বাংলা একাডেমি ওয়েবসাইট, প্রকাশনাসহ সার্বিক কর্মকাণ্ডের ডিজিটাইজেশন :

     ক. `ই-বুক’ গ্রন্থাগার চালুকরণ খ. গ্রন্থাগারে বাংলা একাডেমি প্রকাশিত গ্রন্থের ডাটাবেজ গ. অনলাইনে বাংলা একাডেমির সদস্যচাঁদা গ্রহণ  

                                ঘ. বাংলা একাডেমির অনুষ্ঠান ফেসবুক লাইভে সম্প্রচার

                ৬.            মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র নান্দনিকীকরণ এবং সেখানে বই বিক্রয়কেন্দ্র চালুকরণ

 

ঝ. চলমান কার্যক্রম

১. বাংলা একাডেমি ও একাডেমি অধিভুক্ত স্থানে দেশীয় সকল ফলদ, বনজ, ভেষজ প্রজাতির বৃক্ষ রোপণের মাধ্যমে প্রাণ ও প্রকৃতি সংরক্ষণের উদ্যোগ গ্রহণ

২. বাংলা একাডেমি প্রাঙ্গণ ও অফিসকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ‘পরিচ্ছন্ন স্বচ্ছ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শিরোনামে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন

৩. বাংলা একাডেমির কর্মকর্তা/কর্মচারীদের পদোন্নতি প্রদান

৪. বাংলা একাডেমির শূন্য পদে জনবল নিয়োগ চলমান