বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তিবিষয়ক লক্ষ্য অর্জনে এবং একাডেমির ২০১৩ সালে প্রণীত বাংলা একাডেমি আইনকে যথাযথ প্রয়োগের মাধ্যমে তথ্যপ্রযুক্তি উপবিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলা একাডেমি বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশ করে থাকে। প্রতি বছর ষাণ্মাসিক ভিত্তিতে দুইটি পত্রিকা প্রকাশিত হয়।
সরকারি অফিসগুলোতে লাল ফিতার দৌরাত্ম্য কমাতে এবং জনগণকে তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলা একাডেমিতে ২০১৮ সাল থেকে ই-নথি ব্যবহার শুরু হয়। বর্তমানে ডি-নথি কার্যক্রম চলমান আছে।
ডি-নথি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১১০ জন কর্মকর্তা ও কর্মচারীদের ই-নথি আইডি প্রদান করা হয়েছে।
তথ্যপ্রযুক্তি উপবিভাগ প্রায় সারাবছরই নিয়মিত সেবা প্রদান করে। যেমন-একাডেমির ওয়েবসাইট হালনাগাদকরণ, একাডেমির সকল অনুষ্ঠানে সদস্যদের মোবাইলে খুদে বার্তা প্রেরণ, একাডেমির সকল অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও প্রেস রিলিজ একাডেমির ফেসবুক পেইজে পোস্ট করাসহ সকল প্রকার অনলাইন মিটিংয়ে প্রযুক্তিক সেবা প্রদান প্রভৃতি।
একাডেমির নিজস্ব ওয়েবসাইটে একাডেমির বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি, শোকবাণী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অর্জনসমূহ নিয়মিত আপলোড করা হয়।
বাংলা একাডেমির সকল অনুষ্ঠান বর্তমানে ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার করা হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি উপবিভাগ বাংলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের ১৪০টি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করেছে।
একাডেমির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সকল কার্যক্রম অনলাইনে সম্পাদনের জন্য মন্ত্রিপরিষদ প্রদত্ত এপিএএমএস সফট্ওয়্যার পরিচালনাসহ বিভিন্ন অনলাইনভিত্তিক কার্যক্রম সম্পাদন করা হয়।
বাংলা একাডেমির বিক্রয় ব্যবস্থা ডিজিটালাইজেশনের লক্ষ্যে কাস্টমাইজড সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। খুব শীঘ্রই বিক্রয় ব্যবস্থা ওয়েবপোর্টাল লাইভে অবমুক্ত করা হবে।
অমর একুশে বইমেলাকে ডিজিটাল সেবার আওতায় আনার লক্ষ্যে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের অনলাইন রেজিস্ট্রেশনের সফটওয়্যার প্রণয়ন ও এর সার্ভার পরিচালনা করা হয়।
বইমেলার লটারি কার্যক্রমও সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়।
বইমেলা চলাকালীন ক্রেতা-দর্শনার্থীরা খুব সহজে যেনো বইমেলায় স্টলের অবস্থান ও স্টল নাম্বার খুঁজে বের করতে পারে সেজন্য অমর একুশে বইমেলার পৃথক ওয়েবসাইট তৈরি ও এর সার্ভার পরিচালনা করা হয়।
উক্ত সেবাসমূহের পাশাপাশি আমার সরকার (My Gov) ওয়েব পোর্টালে বাংলা একাডেমির গুরুত্বপূর্ণ ৩৭টি সেবা সংযুক্ত করা হয়েছে।