Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জানুয়ারি ২০২৪

তথ্যপ্রযুক্তি উপবিভাগ

বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা রয়েছে যার লক্ষ্যে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের গুরুত¦পূর্ণ অঙ্গীকার। বাংলা একাডেমির তথ্যপ্রযুক্তি উপবিভাগ এই লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারি অফিসগুলোতে লাল ফিতার দৌরাত্ম্য কমাতে এবং জনগণকে তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের সকল কার্যালয়, দপ্তর, অধিদপ্তর ও সংস্থায় ই-নথি ব্যবহার শুরু হয়। এর ধারাবাহিকতায় বাংলা একাডেমিতেও শতভাগ ই-নথি কার্যক্রম চলমান রয়েছে। ১০৪ জন কর্মকর্তা ও কর্মচারীদের ই-নথি আইডি প্রদান করা হয়েছে এবং সকল বিভাগ ও উপবিভাগে ই-নথি’র ব্যবহার নিশ্চিত করা হয়েছে। ই-নথি কার্যক্রম বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি উপবিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। 

আমার সরকার (গু এড়া) ওয়েব পোর্টালে বাংলা একাডেমির গুরুত্বপূর্ণ ৪৪টি সেবা সংযুক্ত করা হয়েছে। এর ফলে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষী মানুষ বাংলা একাডেমির সেবা ঘরে বসেই নিতে পারছে। একাডেমির নিজস্ব ওয়েবসাইটে একাডেমির বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তি, শোকবাণী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অর্জনসমূহ নিয়মিত আপলোড করা হয়। এছাড়া বাংলা একাডেমির সকল অনুষ্ঠান বর্তমানে ফেসবুক লাইভে সরাসরি স¤প্রচার করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তি উপবিভাগ বাংলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের ১২০টি কম্পিউটারে ইন্টারনেট সংযোগ প্রদান করেছে। ক্রমান্বয়ে একাডেমির সর্বস্তরে ইন্টারনেট সংযোগ প্রদানের পরিকল্পনাও রয়েছে।  

এই উপবিভাগ থেকে একাডেমির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সকল কার্যক্রম অনলাইনে সম্পাদনের জন্য মন্ত্রিপরিষদ প্রদত্ত এপিএএমএস সফট্ওয়্যার পরিচালনাসহ বিভিন্ন অনলাইনভিত্তিক কার্যক্রম সম্পাদন করা হয়। এছাড়াও বাংলা একাডেমির বিক্রয় ব্যবস্থা ডিজিটালাইজেশনের লক্ষ্যে কাস্টমাইজড সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। একটি স্বতন্ত্র ও ডিজিটাল বিক্রয়-বিপণন ব্যবস্থাপনার মাধ্যমে সর্বস্তরের জনগণের মাঝে বাংলা একাডেমির সেবাসমূহ আরো সফলভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি উপবিভাগ কাজ করে যাচ্ছে।

অমর একুশে বইমেলাকে ডিজিটাল সেবার আওতায় আনার মাধ্যমে আরো জনবান্ধব ও আধুনিক করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি উপবিভাগের সহায়তায় সফলতার সাথে বইমেলা ২০২২-এর প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের অনলাইন রেজিস্ট্রেশনের সফটওয়্যার প্রণয়ন ও এর সার্ভার পরিচালনা করা হয়। বিগত বছরগুলোর ন্যায় বইমেলা ২০২২-এর লটারি কার্যক্রমও সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হয়েছে। বইমেলা চলাকালীন ক্রেতা-দর্শনার্থীরা খুব সহজে যেনো বইমেলায় স্টলের অবস্থান ও স্টল নাম্বার খুঁজে বের করতে পারে সেজন্য অমর একুশে বইমেলার পৃথক ওয়েবসাইট তৈরি ও এর সার্ভার পরিচালনা করা হয়। এগুলোর পাশাপাশি তথ্যপ্রযুক্তি উপবিভাগ প্রায় সারাবছরই নিয়মিত সেবা প্রদান করে। যেমনÑএকাডেমির ওয়েবসাইট হালনাগাদকরণ, একাডেমির সকল অনুষ্ঠানে সদস্যদের মোবাইলে খুদে বার্তা প্রেরণ, একাডেমির সকল অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও প্রেস রিলিজ একাডেমির ফেসবুক পেইজে পোস্ট করাসহ সকল প্রকার অনলাইন মিটিংয়ে প্রযুক্তিক সেবা প্রদান প্রভৃতি।