Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২৪

বাংলা একাডেমি প্রেস

 

বাংলা একাডেমির একটি নিজস্ব প্রেস রয়েছে, যা বাংলা একাডেমি প্রেস নামে পরিচিত। বাংলা একাডেমির বই, পত্রিকা, বাজেট, প্রতিবেদন ছাড়াও সরকারের অনেক গুরুত্বপূর্ণ প্রকাশনার মুদ্রণ ও বাঁধাই কাজ দ্রুততার সাথে যথাসময়ে সম্পাদন করে থাকে।

১৯৬৯ সালে তিনটি লাইনো স্লাগ কাস্টিং মেশিন, দুইটি প্লাটেন মেশিন, দুইটি লেটার প্রেস, কাটিং মেশিন ও গ্রাফিক রিপ্রোডাকশন মেশিন নিয়ে এ প্রেস মুদ্রণ কার্যক্রম শুরু করে। এখান থেকে প্রথম ছাপা হয় ‘ব্যবহারিক বাংলা অভিধান’।

পরবর্তীতে ২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ মেয়াদে প্রেস আধুনিকায়ন কর্মসূচির আওতায় দুইটি আধুনিক বাইকালার মেশিন, ১টি সিটিপি মেশিন এবং ১টি স্বয়ংক্রিয় ভাঁজাই মেশিন বাংলা একাডেমি প্রেসে সংযোজন করা হয়। বর্তমানে পাঁচটি মুদ্রণ মেশিনসহ মোট বারোটি মেশিনে কাজ চলমান রয়েছে।

বাংলা একাডেমির বই, পত্রিকা সংক্রান্ত কাজসহ অন্যান্য প্রয়োজনীয় মুদ্রণ ও বাঁধাই আধুনিক শৈলীতে স্বকীয়তা বজায় রেখে সূচারুরূপে দ্রুততার সাথে সম্পাদন করে চলেছে।