পরিচিতি ও কার্যক্রম
১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠার পরগবেষণা ও অনুবাদ শাখা চালু করা হয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭২সালে গবেষণা ও সংকলন। এই দুই উপবিভাগের সমন্বয়ে গবেষণা ওসংকলন বিভাগ প্রতিষ্ঠিত হয়।পরবর্তীকালে, ১৯৮৩ সালেগবেষণা উপবিভাগ, সংকলন উপবিভাগ ও ফোকলোরউপবিভাগের সমবায়ে গবেষণা, সংকলন ও ফোকলোর (গসফো) বিভাগ প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে গসফো বিভাগ নব আঙ্গিকেগবেষণা উপবিভাগ, সংকলন উপবিভাগ এবং অভিধান ওবিশ্বকোষ উপবিভাগ সমন্বয়ে গবেষণা, সংকলন এবং অভিধান ওবিশ্বকোষ (গসঅবি) বিভাগ সূচিত হয়। গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের অন্যতমসংকলন উপবিভাগ। এই উপবিভাগ বাংলা ভাষা ও সাহিত্যেরপ্রচার ও প্রসারে বহুবিধ কাজ করে। সংকলন উপবিভাগেরগুরুত্বপূর্ণ কাজ হিসেবে বাংলাদেশের প্রয়াত প্রথিতযশা কবি, সাহিত্যিক, দার্শনিকতথা বুদ্ধিজীবীর প্রায় একশত পঞ্চাশটিরচনাবলি, একুশের প্রবন্ধ ও স্মারকগ্রন্থ, সম্মাননাগ্রন্থ, ভাষা শহীদগ্রন্থমালা প্রকাশ প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া, বাংলা একাডেমিপুরস্কারপ্রাপ্ত লেখকদের নির্বাচিত রচনা সংকলন এই বিভাগেরকাজের আওতাভুক্ত। এ পর্যন্ত সংকলন উপবিভাগ থেকে প্রকাশিতশহীদুল্লাহ্, মুনীর চৌধুরী, মুহম্মদ এনামুল হক, মুহম্মদ আবদুলহাই, কায়কোবাদ, কাজী আবদুল ওদুদ, মীর মশাররফ হোসেন, আবুল ফজল, আহসান হাবীব, সিকান্দার আবু জাফর, হাসানহাফিজুর রহমান, সত্যেন সেন, নজরুল, আবদুল মান্নান সৈয়দ, রণেশ দাশগুপ্ত, আবুল মনসুর আহমদ, মাহমুদুল হক, আহমদরফিক রচনাবলি; ড. মুহম্মদ শহীদুল্লাহ্, জ্যোতির্ময় গুহঠাকুরতা, আবদুল করিম সাহিত্যবিশারদ, এ. আর. মল্লিক, আবু হেনামোস্তফা কামাল, শামসুর রাহমান স্মারকগ্রন্থ; খান সারওয়ারমুরশিদ সংবর্ধনাগ্রন্থ প্রভৃতির কথা স্মর্তব্য। এসব কাজ বাংলাসাহিত্যের পাঠক, গবেষক ও লেখকদের প্রভূত উপকার সাধন এবংসংশ্লিষ্ট গবেষণা—কর্মে উপাদানের অভাবে অপূর্ণতা দূর করবে।