Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ August ২০২৪

ভবিষ্যৎ পরিকল্পনা

বাংলা একাডেমি গ্রন্থাগারটিকে আধুনিকীকরণের লক্ষ্যে ‘অভ্যন্তরীণ অবকাঠামোগত উন্নয়ন, অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রকল্পটি চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, লেখক, গবেষক ও বুদ্ধিজীবীসহ দেশের সকল শ্রেণীর পাঠক গ্রন্থাগারের সুবিধা ভোগ করতে পারবেন। এর ফলে গ্রন্থাগারে দেশ-বিদেশের কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, গবেষক, বিজ্ঞানী, বুদ্ধিজীবী ও গুণীজনের বই-পাঠ, বুদ্ধিবৃত্তিক চর্চা এবং গবেষণা বৃদ্ধি পাবে; এমনকি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীসহ নারী, পুরুষ, শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের গ্রন্থাগারে এসে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এতে বাংলা একাডেমি গ্রন্থাগারের মান ও সক্ষমতা বৃদ্ধি পাবে। সর্বোপরি বাংলা একাডেমির মূল উদ্দেশ্য ‘বুদ্ধিবৃত্তিক চর্চার’ ক্ষেত্রে বাংলা একাডেমি গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।