বাংলা একাডেমি বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক প্রতিষ্ঠান। ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন একাডেমির গঠনতন্ত্র এবং আইনের খসড়া প্রণয়নের জন্য গঠিত হয় ‘আয়োজক সমিতি’। আয়োজক সমিতি ১৯৫৭ সালে ‘বাংলা একাডেমি কাউন্সিল’-এ রূপান্তরিত হয়। ১৯৫৮ সালের ২৬শে মার্চ গঠিত হয় বাংলা একাডেমির প্রথম নির্বাচিত ‘কাউন্সিল’। এই ‘কাউন্সিল’ পরবর্তী সময়ে ‘দি বাংলা একাডেমি অর্ডিন্যান্স ১৯৭৮’ অনুযায়ী ‘কার্যনির্বাহী পরিষদ’ এবং ‘বাংলা একাডেমি আইন ২০১৩’ অনুযায়ী ‘নির্বাহী পরিষদ’ নামে অভিহিত হয়ে আসছে।
বাংলা একাডেমি আইন ২০১৩-এর ১২(২) ধারা অনুযায়ী গঠিত হয়েছে পরিষদ উপবিভাগ । এই উপবিভাগের মাধ্যমে অফিসের দাপ্তরিক কাজের পাশাপাশি দুটি ‘পরিষদ’-এর কার্যক্রম পরিচালিত হয়। ক. সাধারণ পরিষদ এবং খ. নির্বাহী পরিষদ।
ক. সাধারণ পরিষদ
বাংলা একাডেমির সভাপতি, মহাপরিচালক, ফেলো এবং সদস্যের সমন্বয়ে গঠিতসাধারণ পরিষদ । বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, শিল্পকলা, সাংবাদিকতা, সামাজিক বিজ্ঞান অথবা জ্ঞানের বিশেষ ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে এবং যাঁদের বয়স কমপক্ষে ৩০ (ত্রিশ) বছর পূর্ণ হয়েছে, বাংলাদেশের এমন কোনো নাগরিক নির্ধারিত পদ্ধতিতে (একাডেমির হিসাব শাখা থেকে ১০০.০০ (একশত) টাকার বিনিময়ে সদস্যরূপে অন্তর্ভুক্তির আবেদনপত্র সংগ্রহ এবং জমা) একাডেমির সাধারণসদস্য ও জীবনসদস্য হতে পারবেন। সাধারণসদস্য ও জীবনসদস্য মিলিয়ে এক বছরে মাত্র ২১ (একুশ) জন ব্যক্তিকে একাডেমির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে বাংলা একাডেমির মোট সদস্য ২৬৮২ জন। এঁদের মধ্যে ফেলো ২৬৭ জন, জীবনসদস্য ১৮৯৬ জন ও সাধারণ সদস্য ৫১৯ জন।
খ. নির্বাহী পরিষদ
বাংলা একাডেমির মহাপরিচালক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, সরকার কর্তৃক মনোনীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলা, ভাষাতত্ত্ব, ইংরেজি বিভাগ ও বিজ্ঞান অনুষদের একজন করে চারজন অধ্যাপক, সরকার কর্তৃক মনোনীত একজন বিশিষ্ট বিজ্ঞানী ও একজন তথ্যপ্রযুক্তিবিদ, নির্বাহী পরিষদ কর্তৃক মনোনীত একজন বিশিষ্ট সাহিত্যিক ও একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী, ফেলো কর্তৃক নির্বাচিত তিনজন ফেলো, সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত চারজন সদস্য এবং বাংলা একাডেমির সচিব এই মোট ১৯ জনের সমন্বয়ে গঠিত নির্বাহী পরিষদ।
পরিষদ উপবিভাগের সংক্ষিপ্ত কার্যাবলি
১.বাংলা একাডেমিকে প্রয়োজনীয় দিক নির্দেশনার জন্য নির্বাহী পরিষদের সভা আহ্বান ও সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন
২. একাডেমির সকল বিভাগ/উপবিভাগ/দপ্তর/শাখা থেকে প্রয়োজনীয় কার্যপত্র আহ্বান এবং নির্বাহী পরিষদ সভায় উপস্থাপন
৩. বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফেলো এবং সাম্মানিক ফেলোদের নম্বর প্রদান
৪. নির্বাহী পরিষদের সভার কার্যবিবরণী প্রস্তুত ও অনুমোদনের পর সংশ্লিষ্ট সকলকে অবহিতকরণ, বিতরণ ও সংরক্ষণ
৫. প্রতি বছর সাধারণ পরিষদের বার্ষিক সভার আয়োজন
৬. বার্ষিক সভার আমন্ত্রণপত্র প্রস্তুত এবং যথাসময়ের মধ্যে সদস্যদের কাছে ডাকযোগে প্রেরণ। পাশাপাশি এসএমএস এবং ইমেইল করা
৭. বার্ষিক সভায় একাডেমির সম্মানিত সদস্যদের উপহার হিসেবে দেওয়ার জন্য ব্যাগ, কলমসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রীর ব্যবস্থাকরণ
৮. নির্বাহী পরিষদ সদস্য নির্বাচন সংশ্লিষ্ট কাজ সম্পাদন
৯. আবেদনের ভিত্তিতে প্রতিবছর বাংলা একাডেমির জীবনসদস্য ও সাধারণসদস্য মিলিয়ে মোট ২১ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরণ (সদস্যরূপে অন্তর্ভুক্তির আবেদনপত্রের নমুনা। আবেদনপত্র একাডেমির হিসাব শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে সংগ্রহ করতে হবে। ডাউনলোড কিংবা ফটোকপি করা আবেদনপত্র গ্রহণযোগ্য নয়)
১০. একাডেমির সকল সদসদ্যের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রস্তুত ও সরবরাহের ব্যবস্থাকরণ
১১. একাডেমির সম্মানিত সকল সদস্যকে সার্বিক সহযোগিতা প্রদান
১২. বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, বার্ষিক প্রতিবেদন, বর্ষপঞ্জি, লেখার খাতা, নোটবুক, ক্যালেন্ডার প্রভৃতি প্রকাশ
১৩. বাংলা একাডেমির সম্মানিত ফেলো ও সদস্যদের থেকে প্রস্তাব আহ্বান এবং প্রাপ্ত প্রস্তাব পুস্তক আকারে প্রকাশ
১৪.বাংলা একাডেমির সম্মানিত সদস্যদের ঠিকানা পরিবর্তন এবং সদস্যদের প্রদত্ত চাঁদা বই অর্থবছর অনুযায়ী হালতককরণ
১৫.বার্ষিক সাধারণ সভায় শোক প্রস্তাবের জন্য একবছরে মৃত্যুবরণকারী বিশিষ্ট ব্যক্তি, বাংলা একাডেমির সদস্য এবং একাডেমির কর্মকর্তা/কর্মচারীদের নামের তালিকা প্রস্তুতকরণ
১৬. বার্ষিক সভার কার্যবিবরণী ও প্রতিবেদন বাঁধাই ও সংরক্ষণ
১৭. নির্বাহী পরিষদের সভায় উপস্থাপিত কার্যপত্র তারিখ অনুযায়ী বাঁধাই ও সংরক্ষণ
(ইমরুল ইউসুফ)
উপপরিচালক
পরিষদ উপবিভাগ
বাংলা একাডেমি, ঢাকা
ফোন : ০২-৫৮৬১১২৩৭
মোবাইল : ০১৭১১১১২৬৫৬
ই-মেইল : imrulyousuf@gmail.com