গণসংগীতশিল্পী ফকির আলমগীরের প্রয়াণে বাংলা একাডেমির শোক
প্রকাশন তারিখ
: 2021-07-24
প্রখ্যাত গণসংগীতশিল্পী, বীর মুক্তিযোদ্ধা, বাংলা একাডেমির ফেলো ফকির আলমগীর ২৩ জুলাই ২০২১ রাতে প্রয়াত হয়েছেন।
ফকির আলমগীর বাংলা গণসংগীতের সংগ্রামী ধারায় এক বলিষ্ঠ ও ব্যতিক্রমী নাম। শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তির আশা তাঁর গানে সুরেলা ভাষা পেয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গুণী শিল্পী বাংলাদেশের মহান মু্ক্তিযুদ্ধেও রেখেছেন অসামান্য অবদান। তাঁর রচিত গ্রন্থাবলিতে গণসংগীতের ইতিহাস সুচারুরূপে বিধৃত হয়েছে। ফকির আলমগীরের প্রয়াণে বাংলা একাডেমি হারাল এক প্রিয় সুহৃদকে, বাংলাদেশ হারাল অন্যতম এক শ্রেষ্ঠ সন্তানকে।
আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক সমবেদনা।