ভাষাসংগ্রামী ও শহিদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতানুষ্ঠান
প্রকাশন তারিখ
: 2022-11-01
ভাষাসংগ্রামী ও শহিদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৬তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে একক বক্তৃতানুষ্ঠান
বাংলা একাডেমি আগামীকাল ১৭ই কার্তিক ১৪২৯/২রা নভেম্বর ২০২২ বুধবার সকাল ১১:০০টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ভাষাসংগ্রামী ও শহিদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্তের ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। শহিদ ধীরেন্দ্রনাথ দত্তের বিস্ময়কর অবদান শীর্ষক বক্তৃতা প্রদান করবেন কবি ও প্রবন্ধকার অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়। আলোচনা করবেন জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান।