Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২২

মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদযাপন


প্রকাশন তারিখ : 2022-11-10
বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি আগামী ২৮শে কার্তিক ১৪২৯/১৩ই নভেম্বর ২০২২ রবিবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। 
 
সকাল ১০:৩০টায় মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। সকাল ১১:০০টায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির পরিচালক ডা. কে. এম. মুজাহিদুল ইসলাম। প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট প্রাবন্ধিক—গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী—২ আসনের জাতীয় সংসদ সদস্য জিল্লুল হাকিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম লোকমান এবং বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান। ধন্যবাদ জ্ঞাপন করবেন বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। 
 
সন্ধ্যায় রয়েছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 
 
 
মোহাম্মদ আকবর হোসেন  
উপপরিচালক