Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ সেপ্টেম্বর ২০২২

প্রখ্যাত গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী


প্রকাশন তারিখ : 2022-09-04
প্রখ্যাত গীতিকবি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আজ ০৪ঠা সেপ্টেম্বর ২০২২ ইন্তেকাল করেছেন (ইন্না—লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
গাজী মাজহারুল আনোয়ার ‘জয় বাংলা, বাংলার জয়’—সহ অসংখ্য দেশাত্মবোধক ও অন্যান্য গান রচনার মধ্য দিয়ে বাংলা গানের ভুবনে তাঁর অমর আসন নিশ্চিত করেছেন। তিনি সেই বিরল গানের গুণী যাঁর লেখা গান বিবিসির শ্রোতাজরিপে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় অন্তভুর্ক্তি পেয়েছে। গানের বাণীতে তিনি একটি জনগোষ্ঠীর জাতিগত আবেগকে অনন্য ভাষা দান করেছেন। দেশপ্রেমের পাশাপাশি মানব—অনুভূতির নিগূঢ়তম তলদেশকে খুঁজে পাওয়া যায় তাঁর সৃষ্ট অসংখ্য গানের বর্ণিল ভুবনে। সুস্থ ধারার বাংলা চলচ্চিত্রেও তাঁর অবদান অসামান্য।
বাংলা একাডেমি পরিবার গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণে শোকস্তব্ধ। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক সমবেদনা।
 
 
 
 
মুহম্মদ নূরুল হুদা  
মহাপরিচালক 
বাংলা একাডেমি, ঢাকা