প্রখ্যাত কথাসাহিত্যিক, বাংলা একাডেমির ফেলো রাবেয়া খাতুন ৩রা জানুয়ারি ২০২১ প্রয়াত হয়েছেন।
রাবেয়া খাতুন বাংলাদেশের কথাসাহিত্যে এক অনন্য নাম। তাঁর গল্প ও উপন্যাসে এদেশের গ্রাম—শহরের প্রান্তিক মানুষের সংগ্রামী জীবনগাথা ভাস্বর হয়েছে অনুপম দক্ষতায়। মায়াময় ভাষায়, সহজ কিন্তু গভীর শৈলীতে তিনি তাঁর সাহিত্যকর্মে মাটি ও মানুষের মুখ অঙ্কন করেছেন। পাশাপাশি ভ্রমণসাহিত্য, শিশু—কিশোর রচনা এবং নাট্যসাহিত্যেও তাঁর অবদান অসামান্য।
রাবেয়া খাতুন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলা একাডেমি প্রাঙ্গণে শিল্পী—সাহিত্যিকদের প্রতিবাদী সভা—সমাবেশে উপস্থিত হয়ে মুক্তিসংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের প্রাক্তন সদস্য হিসেবেও তিনি একাডেমির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন।
বাংলা একাডেমি রাবেয়া খাতুনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।