বাংলা একাডেমির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৩রা ডিসেম্বর ২০২১। একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের প্রয়াণে নির্ধারিত প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা ৩রা ডিসেম্বরের পরিবর্তে আজ ২২শে অগ্রহায়ণ ১৪২৮/৭ই ডিসেম্বর ২০২১ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা
আজ বিকেল ৩:০০টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে একুশে ও মুক্তিযুদ্ধ : চেতনা ও বেদনার কথা শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা প্রদান করেন লেখক, গবেষক আবুল মোমেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি প্রবাসে অবস্থান করায় তাঁর লিখিত বক্তব্য পাঠ করা হয়। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। স্বাগত ভাষণ প্রদান করেন বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
স্বাগত ভাষণে এ. এইচ. এম. লোকমান বলেন, বাংলা একাডেমি বাঙালি জাতির বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ এবং সাংস্কৃতিক অগ্রসরমানতার প্রতীক-প্রতিষ্ঠান।
একক বক্তা আবুল মোমেন বলেন, আজ সমাজের দিকে তাকালে একুশ ও মুক্তিযুদ্ধের চেতনা এবং চাহিদার বাস্তবায়নের বদলে দিগ্ভ্রষ্টতা, দেশ—মানুষ—ইতিহাসের প্রতি দায়বদ্ধতার অনটন দেখতে পাই। অনেক উন্নতির মধ্যেও নৈতিক অবক্ষয়, সমাজের চিন্তার জড়তা ও পশ্চাৎগামিতা, উদার মানবিক চেতনার পরাভব আমাদের ভাবিয়ে তুলছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সাংস্কৃতিক জাগরণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের প্রধান অতিথি কে এম খালিদ এমপি বলেন, ১৯৫৫ সালের ৩রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা ভাষা ও সাহিত্যের সুরক্ষা ও বিকাশের জন্য। ছেষট্টি বছর পেরিয়ে এ-কথা দৃপ্তকণ্ঠে উচ্চারণ করতে পারি- বাংলা ভাষা ও সাহিত্যের সুরক্ষা বিধানের একাডেমিক দায়িত্ব পেরিয়ে বাংলা একাডেমি আজ আক্ষরিক অর্থেই বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক-প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের চেতনায় সমাজ ও স্বদেশ বিনির্মাণে বাংলা একাডেমির কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ আবুল মনসুর বলেন, বাংলা একাডেমি প্রতিষ্ঠার পেছনে বাংলা ভাষা ও সাহিত্য বিকাশের যে স্বপ্নপ্রেরণা কাজ করেছে তার পুরোপুরি বাস্তবায়নে আমাদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, প্রায় সাত দশকের পরিক্রমায় বাংলা একাডেমি আজ এক আলোক-বৃক্ষের নাম। আমরা বাঙালির এই প্রাণের প্রতিষ্ঠানকে জাতির মনন-আকাক্সক্ষার উপযুক্ত করে গড়ে তোলার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় যতদিন বাংলাদেশ স্থিত থাকবে, ততোদিনই বাংলা একাডেমি তার প্রকৃত মহিমায় উজ্জ্বল থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক (চলতি দায়িত্ব) সায়েরা হাবীব। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হারুন—উর—রশিদ, সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক পরিচালক নূরুল ইসলাম, অধ্যাপক শওকত আরা হোসেন, কবি মাহবুব সাদিক, কবি আসাদ মান্নান, কবি মিনার মনসুর, কবি ফারুক মাহমুদ, কথাসাহিত্যিক ঝর্না রহমান প্রমুখ।
সন্ধ্যায় ছিল বাংলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সমীর কুমার সরকার
পরিচালক (চলতি দায়িত্ব)