Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd নভেম্বর ২০২০

সাহিত্যিক ও সম্পাদক আবুল হাসনাতের প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী


প্রকাশন তারিখ : 2020-11-02

প্রখ্যাত সাহিত্য-সম্পাদক, কবি, চিত্রসমালোচক, বাংলা একাডেমির ফেলো আবুল হাসনাত প্রয়াত হয়েছেন। 

আবুল হাসনাত বাংলাদেশের সাহিত্য সম্পাদনার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। গণসাহিত্য, দৈনিক সংবাদ-এর সাহিত্যসাময়িকী এবং সর্বশেষ সাহিত্য-মাসিক কালি ও কলম সম্পাদনায় তিনি অনন্য রূচি-মেধা এবং অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। তাঁর চিত্রসমালোচনায় যেমন ছিল উল্লেখযোগ্য স্বাতন্ত্র্য তেমনি ‘মাহমুদ আল জামান’ নামে তিনি কবিতা ও শিশু-কিশোর সাহিত্যের জগতেও ছিলেন নিবিষ্ট। ১৯৭১ সালে ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে অবস্থানকালে মহান মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক লড়াইয়েও তিনি পালন করেছেন বিশেষ ভূমিকা। 

বাংলা একাডেমির সঙ্গে আবুল হাসনাতের ছিল সুদীর্ঘকালের সংযোগ। একাডেমি থেকে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে নানা রবীন্দ্রনাথের মালা, ঢাকা ১৯৭১ এলবাম এবং শামসুর রাহমান রচনাবলি (দুই খণ্ড)।  

বাংলা একাডেমি আবুল হাসনাতের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।
 

 

হাবীবুল্লাহ সিরাজী 
মহাপরিচালক