বাংলা নববর্ষ ১৪২৬ বরণ উপলক্ষ্যে বাংলা একাডেমি নববর্ষ বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইয়ের আড়ং-এর আয়োজন করেছে। আগামী ১লা বৈশাখ ১৪২৬/১৪ই এপ্রিল ২০১৯ রবিবার সকাল ৮:০০টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদযাপন উপলক্ষে এই বর্ষবরণ অনুষ্ঠিত হবে।
প্রকাশন তারিখ
: 2019-04-11
বাংলা নববর্ষ ১৪২৬ বরণ উপলক্ষ্যে বাংলা একাডেমি নববর্ষ বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইয়ের আড়ং-এর আয়োজন করেছে। আগামী ১লা বৈশাখ ১৪২৬/১৪ই এপ্রিল ২০১৯ রবিবার সকাল ৮:০০টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদযাপন উপলক্ষে এই বর্ষবরণ অনুষ্ঠিত হবে।
নববর্ষ-বক্তৃতা প্রদান করবেন প্রাবন্ধিক-গবেষক মফিদুল হক। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।
বাংলা নববর্ষ উপলক্ষে বইয়ের আড়ং
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে একাডেমি প্রকাশিত বইয়ের আড়ং শুরু হবে। ১লা বৈশাখে আড়ং উদ্বোধন করবেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বইয়ের আড়ং ১লা বৈশাখ থেকে ১০ই বৈশাখ পর্যন্ত প্রতিদিন বেলা ১০:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত খোলা থাকবে।
অপরেশ কুমার ব্যানার্জী
পরিচালক
জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ