আজ ৭ই ফাল্গুন ১৪২৮/২০শে ফেব্রুয়ারি ২০২২ রবিবার। অমর একুশে বইমেলার ষষ্ঠ দিন। মেলা চলে দুপুর ২:০০টা থেকে রাত ৮:৩০টা পর্যন্ত। বইমেলায় আজ নতুন বই এসেছে ৮৯টি।
বিকেল ৪:০০টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : বিশ্বশান্তি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন জিয়া রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন জালাল ফিরোজ এবং খান মাহবুব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামসুন্দর সিকদার।
প্রাবন্ধিক বলেন, আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিশ্বের বুকে সগৌরবে নিজের অবস্থান তৈরি করে চলেছে। এই পথ পাড়ি দিতে তাকে বহু বাঁধা পার করতে হয়েছে, সামনেও আরও অনেক দূর এগোতে হবে। একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল যা প্রকৃতপক্ষে শান্তিমূলক বিশ্বসমাজ প্রতিষ্ঠারও প্রাণবিন্দু। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর, অন্যান্য বিশ্বনেতাদের সামনে বঙ্গবন্ধু জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বশান্তির বাণী এভাবেই উচ্চারণ করেন, ‘মানবজাতির অস্তিত্ব বজায় রাখতে শান্তি ছাড়া পথ নেই। এটি হচ্ছে পৃথিবীব্যাপী মানব—মানবীর গভীরতম আকাক্সক্ষা।’
আলোচকবৃন্দ বলেন, পূর্ববঙ্গের স্বাধিকার আন্দোলন থেকে ১৯৭১—এ স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠন পর্যন্ত সকল সংগ্রামেই প্রেরণা হিসেবে কাজ করেছে মুক্তি ও শান্তির আকাক্সক্ষা। অভ্যন্তরীণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারই বাংলাদেশ রাষ্ট্র গঠনের চালিকাশক্তি ছিল। তাই বিভিন্ন আন্তর্জাতিক সঙ্কটে বাংলাদেশ সবসময় শান্তির পক্ষে অবস্থান নিয়েছে। তবে আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক শান্তি অক্ষুণ্ণ রাখতে হলে সমতাভিত্তিক, বৈষম্যহীন কল্যাণ—রাষ্ট্র প্রতিষ্ঠা করা জরুরি।
সভাপতির বক্তব্যে শ্যামসুন্দর সিকদার বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা ঘোষণা করেছিলেন। তাঁর আদর্শকে অনুসরণ করে বাংলাদেশ আজ বিশ্বকল্যাণকামী দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। আমাদের নতুন প্রজন্মকেও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতে হবে এবং আগামীর পথে বিশ্বশান্তির যাত্রা অব্যাহত রাখতে হবে।
আজকের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি জাহিদ হায়দার এবং কবি ইকবাল আজিজ। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মীর বরকত, অলোককুমার বসু, ফয়জুল্লাহ সাঈদ এবং আবৃত্তি সংগঠন ‘বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ’—এর বাচিকশিল্পীবৃন্দ।
ভাষাশহিদ মঞ্চ উদ্বোধন
অমর একুশে বইমেলা ২০২২ উপলক্ষ্যে বিকেল ৩:০০টায় বাংলা একাডেমি প্রঙ্গণে নির্মিত ভাষাশহিদ মুক্তমঞ্চের উদ্বোধন হয়। উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বক্তব্য প্রদান করেন অমর একুশে বইমেলা ২০২২—এর সদস্য—সচিব ড. জালাল আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আসলাম সানী, হাসানাত লোকমান এবং শাহাদৎ হোসেন নিপু।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের বই নিয়ে আলোচনা করেন কবি আসলাম সানী।
অমর একুশের অনুষ্ঠানসূচি
আগামীকাল ২১শে ফেব্রুয়ারি ২০২২/৮ই ফাল্গুন ১৪২৮ সোমবার, শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২:৩০টায় কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হবে।
বিকাল ৪:০০টায় অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা ২০২২। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। ফিরে দেখা : আমাদের ভাষা আন্দোলন শীর্ষক অমর একুশে বক্তৃতা ২০২২ প্রদান করবেন কবি আসাদ চৌধুরী। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
আগামীকাল অমর একুশে বইমেলার সপ্তম দিন। মেলা চলবে সকাল ৮:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত।
সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোহাম্মদ আকবর হোসেন
উপপরিচালক (চলতি দায়িত্ব)