Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ জুন ২০২২

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে আলোচনা


প্রকাশন তারিখ : 2022-05-30
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বাংলা একাডেমি আজ ১৬ই জ্যৈষ্ঠ ১৪২৯/৩০শে মে ২০২২ সোমবার সকাল ১১:০০টায় অনলাইনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। আলোচনায় অংশগ্রহণ করেন কথাসাহিত্যিক আনিসুল হক এবং মোজাফ্ফর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার ভৌমিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব এ. এইচ. এম লোকমান। সঞ্চালনা করেন বাংলা একাডেমির পরিচালক (চলতি দায়িত্ব) নূরুন্নাহার খানম।  
 
আলোচকবৃন্দ বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যে এক বিস্ময়ের নাম। আকাশচুম্বী পাঠকপ্রিয়তার কারণে তাঁর জনপ্রিয়তা বিষয়ে যতটা আলোচনা হয় তাঁর সাহিত্যের শিল্পমান নিয়ে ততটা আলোচনা হয় না। তবে হুমায়ূন—সাহিত্যের ধারাবাহিক এবং নিবিড় পাঠ আমাদের সামনে এক অসামান্য সাহিত্য¯্রষ্টার প্রতিকৃতি তুলে ধরে। তারা বলেন, হুমায়ূন আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইতিহাস—ঐতিহ্য তাঁর গল্প—উপন্যাস—নাটকে সার্থকভাবে প্রতিফলিত করেছেন। অকালমৃত্যু তাঁকে পাঠকের কাছ থেকে বিচ্ছিন্ন করেনি বরং প্রতিদিন নতুন নতুন পাঠকের পাঠে এবং বিশ্লেষণে হুমায়ূন আহমেদের নবজন্ম হচ্ছে। 
 
 
 
মোহাম্মদ আকবর হোসেন  
উপপরিচালক (চলতি দায়িত্ব)