সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মার্চ ২০১৯
আজ ১২ই চৈত্র ১৪২৫/২৬শে মার্চ ২০১৯ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।
প্রকাশন তারিখ
: 2019-03-26
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯
আজ ১২ই চৈত্র ১৪২৫/২৬শে মার্চ ২০১৯ মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে।
সকাল ৮:০০টায় বাংলা একাডেমির পক্ষ থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিকেল ৫:০০টায় একাডেমির রবীন্দ্রচত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল মহলানবীশ, বদরুন্নেসা ডালিয়া এবং বিজন চন্দ্র মিস্ত্রী। যন্ত্রাণুষঙ্গে ছিলেন রাজু চৌধুরী (তবলা), আনোয়ার সাহদাত রবিন (কী-বোর্ড), মো. ফারুক (অক্টোপ্যাড) এবং রিচার্ড কিশোর (গীটার)।
অপরেশ কুমার ব্যানার্জী
পরিচালক
জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ