বাংলা একাডেমির সম্মানিত ফেলো, বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক, প্রখ্যাত জাদুঘর বিশেষজ্ঞ, সংস্কৃতিগুণী কবি এনামুল হক গত ১০ই জুলাই ২০২২ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
এনামুল হক বাংলাদেশে জাদুঘরচর্চায় এক অনন্য নাম। বাংলাদেশ জাতীয় জাদুঘরের উন্নয়ন ও বিকাশে যেমন তিনি অমূল্য অবদান রেখেছেন তেমনি 'আহসান মঞ্জিল জাদুঘর' বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশের মন্দির ও পুরাতাত্ত্বিক ঐতিহ্য অন্বেষায় এনামুল হক রচিত গ্রন্থাবলি বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সম্পাদিত 'উত্তরণ' সাহিত্য পত্রিকা এবং তাঁর গীতিনৃত্যনাট্য 'হাজার তারের বীণা' বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতির ভুবনকে করেছে সমৃদ্ধ।
সাহিত্যসংস্কৃতি চর্চায় অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'স্বাধীনতা পুরস্কার' এবং ভারত প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত এনামুল হকের প্রয়াণে বাংলা একাডেমি পরিবার শোকাভিভূত।
আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক সমবেদনা।
মুহম্মদ নূরুল হুদা
মহাপরিচালক
বাংলা একাডেমি।