সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ সেপ্টেম্বর ২০২২
বাংলা একাডেমির সম্মানিত ফেলো, বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আকবর আলি খানের প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী
প্রকাশন তারিখ
: 2022-09-09
বাংলা একাডেমির সম্মানিত ফেলো, বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক, গবেষক,
শিক্ষাবিদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা
জনাব আকবর আলি খানের প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী
বাংলা একাডেমির সম্মানিত ফেলো, বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক, গবেষক, শিক্ষাবিদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আকবর আলি খান গতকাল ০৮ই সেপ্টেম্বর ২০২২ তারিখে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
জনাব আকবর আলি খান ১৯৪৪ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে এবং কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ে অধ্যয়ন করেন। তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি হবিগঞ্জ মহকুমার প্রশাসক ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সঙ্গে কাজ করেন। স্বাধীনতা-উত্তরকালে তিনি সরাসরি সরকারি চাকুরিতে যুক্ত হন। দীর্ঘদিন চাকুরির পর তিনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। ২০০৬ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
অবসর গ্রহণের পর তিনি দেশের দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য প্রভৃতি বিচিত্র বিষয়ে তাঁর গবেষণামূলক গ্রন্থ পাঠকের নিকট সমাদৃত হয়েছে। তাঁর একটি উল্লেখযোগ্য গ্রন্থ ‘বাংলাদেশের সত্তার অন্বেষা’ বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। বাংলা একাডেমি পরিবার জনাব আকবর আলি খানের প্রয়াণে গভীরভাবে শোকাভিভুত।
আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক সমবেদনা।
৯ সেপ্টেম্বর ২০২২ ঢাকা
মুহম্মদ নূরুল হুদা
মহাপরিচালক
বাংলা একাডেমি, ঢাকা