Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৪

বাংলা একাডেমির সভাপতি পদে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের যোগদান


প্রকাশন তারিখ : 2024-10-28

বাংলা একাডেমির সভাপতি পদে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের যোগদান

বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ ২৮শে অক্টোবর ২০২৪ থেকে পরবর্তী
০৩ (তিন) বছরের জন্য বাংলা একাডেমির সভাপতি পদে যোগদান করেছেন।

আজ সকালে বাংলা একাডেমির সভাপতির কক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, সচিব মোহাঃ নায়েব আলী এবং একাডেমির পরিচালকবৃন্দ।   

সভাপতি পদে যোগদান করে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, বাংলা একাডেমি প্রকৃত অর্থেই জাতির মননের প্রতীক। রাষ্ট্রভাষা আন্দোলনের পর জাতীয় আকাক্সক্ষায় বাংলা একাডেমির জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্রের ঘেরাটোপের মধ্য থেকেও একাডেমি তার স্বাধীন সত্তা নিয়ে কাজ করার চেষ্টা করেছে এবং অতি অল্প সময়ের মধ্যে গবেষণা ও অনুবাদ কার্যক্রমে সফলতার স্বাক্ষর রেখেছে। তিনি বলেন, বাংলা একাডেমির সঙ্গে আমার সম্পর্ক বহুযুগের। এখন এ সম্পর্কে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। আমি মহাপরিচালক এবং একাডেমি পরিবারের সকলের সহায়তায় আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করে যাব।

 

 

 

নার্গিস সানজিদা সুলতানা

উপপরিচালক

জনসংযোগ উপবিভাগ