বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক, বাংলা একাডেমির ফেলো তোয়াব খান ১লা অক্টোবর ২০২২ শনিবার প্রয়াত হয়েছেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তোয়াব খান আমাদের সাংবাদিকতা-জগতে এক কিংবদন্তির নাম। ১৯৫৩ সালে ‘সাপ্তাহিক জনতা’-এর মাধ্যমে সাংবাদিকতার ভুবনে তাঁর যে পথচলা শুরু তা ক্রমশ ব্যাপ্ত হয়েছে দৈনিক সংবাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা এবং দৈনিক জনকণ্ঠ পত্রিকায় বর্ণাঢ্য কর্মজীবনের প্রবাহে। তিনি বিভিন্ন পত্রিকার বার্তা সম্পাদক, সম্পাদক এবং উপদেষ্টা সম্পাদক-এর পদে অধিষ্ঠিত থেকে এদেশের সংবাদপত্রশিল্পে যোগ করেছেন নতুন মাত্রা।
তোয়াব খান মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৭৩-৭৫ কালপর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিবের দায়িত্বও পালন করেছেন। এসব কালানুগ গুরুদায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে তোয়াব খান স্মরণীয় হয়ে থাকবেন। বাংলা একাডেমি বরেণ্য সাংবাদিক প্রয়াত তোয়াব খানের আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।