ভাষাসংগ্রামী নাফিসা কবীর গত ৭ই ফেব্রুয়ারি ২০২২ যুক্তরাষ্ট্রে প্রয়াত হয়েছেন। ছাত্রজীবনে প্রগতিশীল রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত নাফিসা কবীর মহান ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রে অবস্থান করে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে কাজ করেন। পাকিস্তানি হানাদারদের গণহত্যার প্রতিবাদে নাফিসা কবীর জাতিসংঘ এবং হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ-বিক্ষোভে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহ, মুক্তিযুদ্ধে শহিদ পরিবারদের সংগঠিত করা এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তাঁর সংগ্রামী ভূমিকা কখনও বিস্মৃত হবার নয়।
বাংলা একাডেমি নাফিসা কবীরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।