সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st নভেম্বর ২০২২
প্রখ্যাত শিশুসাহিত্যিক আলী ইমামের প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী
প্রকাশন তারিখ
: 2022-11-21
প্রখ্যাত শিশুসাহিত্যিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও বাংলা একাডেমির ফেলো আলী ইমাম আজ ২১শে নভেম্বর ২০২২ ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
আলী ইমাম বাংলা শিশুসাহিত্যের এক অনন্য নাম। কয়েক শতাধিক গ্রন্থে তিনি এদেশের কয়েক প্রজন্মের শিশুমনকে বিপুলভাবে অধিকার করেছেন। মৌলিক গ্রন্থের পাশাপাশি শিশুসাহিত্যে বিচিত্র ধরনের গবেষণা ও সম্পাদনাকর্ম উপহার দিয়েছেন তিনি৷ ইন্টারনেট-যুগের বহু আগে আলী ইমাম বিশ্ব জ্ঞানভাণ্ডারের অজানা তথ্য অনুবাদ ও রূপান্তরমূলক রচনার মধ্য দিয়ে শিশুকিশোরদের উপহার দিয়েছেন।
শিশুসাহিত্যের একজন সংগঠক হিসেবেও তাঁর অবদান কখনও বিস্মৃত হওয়ার নয়। টেলিভিশনে শিশুকিশোরদের অনুষ্ঠান নির্মাণ ও উপস্থাপনার মধ্য দিয়েও তিনি নিজস্বতার স্বাক্ষর রেখেছেন।
বাংলা একাডেমি প্রয়াত আলী ইমামের আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।
মুহম্মদ নূরুল হুদা
মহাপরিচালক
বাংলা একাডেমি, ঢাকা