Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ August ২০২২

কথাশিল্পী, শিশুসাহিত্যিক, বাংলা একাডেমির ফেলো মাহবুব তালুকদারের প্রয়াণে শোকবাণী


প্রকাশন তারিখ : 2022-08-24

বিশিষ্ট শিশুসাহিত্যিক, কথাশিল্পী, বাংলা একাডেমির ফেলো মাহবুব তালুকদার আজ ২৪শে আগস্ট ২০২২ ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মাহবুব তালুকদার দীর্ঘকাল কবিতা ও ছড়াচর্চায় নিবিষ্ট ছিলেন। গল্প ও উপন্যাসেও তাঁর অবদান রয়েছে৷ তাঁর গল্পগ্রন্থ 'মূর্ত-বিমূর্ত', মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত তাঁর দীর্ঘ ক্যানভাসের উপন্যাস 'বধ্যভূমি' এবং বাংলা একাডেমি প্রকাশিত ছড়াগ্রন্থ 'যন্তর মন্তর', জীবনীগ্রন্থ 'খোকার নাম শেখ মুজিব' আমাদের সাহিত্যকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের শিশু-কিশোর আন্দোলনের পথিকৃৎ সংগঠন 'কচি-কাঁচার মেলা'-য় যুক্ত থেকে শিশু-কিশোরদের মাঝে প্রগতিশীল চেতনা প্রসারে ভূমিকা রেখেছেন। তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ 'বঙ্গভবনে পাঁচ বছর', 'আমলার আমলনামা' আমাদের স্মৃতিসাহিত্যের অমূল্য সংযোজন। বাংলা একাডেমি প্রয়াত মাহবুব তালুকদারের আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।

 

মুহম্মদ নূরুল হুদা

মহাপরিচালক

বাংলা একাডেমি, ঢাকা।