Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ ডিসেম্বর ২০১৮

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী


প্রকাশন তারিখ : 2018-12-27

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি এবং গদ্যশিল্পী নীরেন্দ্রনাথ চক্রবর্তী (জন্ম : ১৯ অক্টোবর ১৯২৪) গতকাল  ২৫ ডিসেম্বর ২০১৮ প্রয়াত হয়েছেন। 

বাংলা ভাষা ও সাহিত্যে তাঁর অবদান তুলনারহিত। তাঁর কবিতা যেমন আবহমান বাংলা কবিতার ধারায় নতুন স্বরের সংযোজন করেছে তেমনি কবিতার ক্লাস বইয়ের মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্মে তিনি সঞ্চারিত করেছেন কবিতার জন্য আগ্রহ এবং ভালোবাসা। তাঁর কবিতার চরিত্র ‘অমলকান্তি’ কিংবা ‘কলকাতার যীশু’ কবিতাপ্রেমী সাধারণ পাঠকের কাছে কিংবদন্তির মর্যাদায় অভিষেক লাভ করেছে। কথাশিল্প, শিশুকিশোর সাহিত্য এবং ব্যাকরণ চর্চায়ও নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। প্রথম কবিতার বই নীল নির্জন থেকে আত্মজীবনী নীরবিন্দু পর্যন্ত ব্যক্ত হয়েছে শাশ্বত মানুষের হৃদয়ের ভাষা। সাময়িকপত্র সম্পাদনায় তাঁর অবদানও স্মরণীয় হয়ে থাকবে। জন্মসূত্রে তিনি যেমন বাংলাদেশের ফরিদপুরের সন্তান তেমনি সাহিত্যকর্মেও এদেশের মানুষ ও মৃত্তিকার প্রতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর চির-অমলিন অনুরাগ প্রকাশ করে গেছেন। 

বাংলা একাডেমি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

 

হাবীবুল্লাহ সিরাজী 
মহাপরিচালক