Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মে ২০২২

ভাষাসংগ্রামী ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী


প্রকাশন তারিখ : 2022-04-30
মহান ভাষা আন্দোলনের বীর সংগ্রামী, বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, বিশিষ্ট লেখক ও বাংলা একাডেমির সম্মানিত ফেলো আবুল মাল আবদুল মুহিত আজ ৩০শে এপ্রিল ২০২২ প্রয়াত হয়েছেন ( ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। রাষ্ট্রভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। বাংলাদেশ সরকারের সফল অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত রেখে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণ এবং টেকসই উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। এই সময়ের একজন বিশিষ্ট লেখক হিসেবেও তিনি অনন্যতার স্বাক্ষর রেখেছেন। তিনি তাঁর রচনাসমুদয়ে মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ জাতিরাষ্ট্রের উদ্ভবের ইতিহাস অসামান্য অনুসন্ধিৎসা নিয়ে প্রামাণ্যভাবে উপস্থাপন করেছেন। বাংলা একাডেমি পরিবারের তিনি ছিলেন একজন ঘনিষ্ঠ সুহৃদ ও শুভাকাঙ্ক্ষী । অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার নির্দেশনায় বাংলা একাডেমির অবকাঠামো এবং গবেষণাগত উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। বাংলা একাডেমি আবুল মাল আবদুল মুহিতের প্রয়াণে গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি আন্তরিক সমবেদনা। মুহম্মদ নূরুল হুদা মহাপরিচালক বাংলা একাডেমি।