বাংলা একাডেমির সম্মানিত সভাপতি, ফেলো, সাবেক মহাপরিচালক, বীর ভাষাসংগ্রামী, প্রখ্যাত নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ৩০শে নভেম্বর ২০২১ প্রয়াত হন।
আজ ১লা ডিসেম্বর ২০২১ বুধবার বেলা ১:০০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে বাংলা একাডেমি পরিবার পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় একাডেমির পরিচালক, উপপরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব মোঃ আবুল মনসুরের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।
বাংলা একাডেমি প্রাঙ্গণে অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়- কবি নজরুল ইন্সটিটিউট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (আসানসোল, ভারত), জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রাইটার্স ক্লাব, স্বাধীনতা ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, লিটল ম্যাগাজিন শালুক—সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেনÑ সাবেক সচিব কবি আজিজুর রহমান আজিজ, অধ্যাপক মোনালিসা দাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু, কবি—প্রাবন্ধিক আমিনুল ইসলাম বেদু, কবি—প্রাবন্ধিক মানিক মোহাম্মদ রাজ্জাক, ড. সরকার আবদুল মান্নান, লেখক নাসরীন মুস্তাফা, কবি দিলদার হোসেন, কবি মাহফুজ আল হোসাইন প্রমুখ। এসময় অধ্যাপক রফিকুল ইসলামের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় শহিদ মিনারে অধ্যাপক রফিকুল ইসলামের প্রতি বাংলা একাডেমির শ্রদ্ধা নিবেদন বেলা ২:০০টায় বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহ কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে একাডেমির পক্ষ থেকে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় বাংলা একাডেমি কর্মচারী ইউনিয়ন।
সমীর কুমার সরকার
পরিচালক (চলতি দায়িত্ব)