Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০২০

২৫ ফেব্রুয়ারি ২০২০/১২ ফাল্গুন ১৪২৬ মঙ্গলবার। অমর একুশে গ্রন্থমেলার ২৪-তম দিন। গ্রন্থমেলা চলে বেলা ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ৯১টি।


প্রকাশন তারিখ : 2020-02-25

২৫ ফেব্রুয়ারি ২০২০/১২ ফাল্গুন ১৪২৬ মঙ্গলবার। অমর একুশে গ্রন্থমেলার ২৪-তম দিন। গ্রন্থমেলা চলে বেলা ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ৯১টি।

বিকাল ৪:০০টায় অনুষ্ঠিত হয় সমীর কুমার বিশ্বাস রচিত বঙ্গবন্ধুর সমবায়-ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ পাঠ করেন সেলিম জাহান। আলোচনায় অংশ নেন রাজু আলাউদ্দিন, তপন বাগচী এবং এ এফ এম হায়াতুল্লাহ। লেখকের বক্তব্য প্রদান করেন সমীর কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী।

প্রাবন্ধিক বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, কৃষি যে আমাদের অর্থনীতির একটি অন্যতম খাত, তাই নয়, বরং আমাদের রাজনৈতিক বিবর্তন ও সমাজব্যবস্থাতেও কৃষি অনাদিকাল ধরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। কৃষি ও গ্রামীণ জীবনের মৌলিক বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু প্রণয়ন করেছিলেন তাঁর বিশেষ গ্রাম সমবায় প্রকল্প। তিনি মনে-প্রাণে বিশ্বাস করতেন যে, এ প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে এ দেশে কৃষি বিপ্লব সম্ভব। সেই সঙ্গে তিনি বিশ্বাস করতেন সমবায়ের মাধ্যমেই আসতে পারে বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি।

আলোচকবৃন্দ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল একজন সফল রাজনৈতিক নেতাই ছিলেন না, রাষ্ট্রের গঠন ও উন্নয়নমূলক পরিকল্পনায় তাঁর গভীর প্রজ্ঞার পরিচয় আমরা পাই সমবায়-ভাবনার মধ্যে। তাঁর সমবায় প্রকল্পের মূল ছিল কৃষি, গ্রাম এবং জনগণ। এ প্রকল্পের প্রায়োগিক দিকগুলোও ছিল অত্যন্ত নিখুঁত, সুচিন্তিত এবং সময়োপযোগী। গণমুখী ও উৎপাদনমুখী রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর সমবায়-ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক।

গ্রন্থের লেখক বলেন, মানুষের অধিকার ও সমতায় বিশ্বাসী জাতির পিতা বঙ্গবন্ধু সোনার বাংলাকে কেবল শ্লোগানে সীমাবদ্ধ রাখেননি, সমবায় ব্যবস্থার মাধ্যমে তিনি সেই সোনার বাংলা গড়ার কাজে অগ্রসর হয়েছেন। আমার এ গ্রন্থটি বঙ্গবন্ধুর সমবায় ভাবনা ও প্রয়োগ সম্পর্কে প্রস্তাবনা মাত্র। ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত গবেষণা করার অবকাশ রয়েছে।

সভাপতির বক্তব্যে আবুল আহসান চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর মাত্র সাড়ে ৩ বছর বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনার সুযোগ পান। আর এ অল্প সময়েই তিনি দেশের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ সকল বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। রাষ্ট্রীয় উন্নয়নে সমবায়কে তিনি তত্ত্বের পর্যায়েই সীমাবদ্ধ রাখেননি, প্রায়োগিক দিক দিয়েও একে সফল করে তোলার পরিকল্পনা করেছেন। বঙ্গবন্ধুর কৃষি ও সমবায় ভাবনা বিষয়ক এ গ্রন্থ মহান রাষ্ট্রনায়কের রাষ্ট্রচিন্তা সম্পর্কে আমাদের জানার পরিধি বৃদ্ধি করবে।

আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন সালমা বাণী, রফিকুর রশীদ, সাদ কামালী এবং নওশাদ জামিল।
কবিকণ্ঠে কবিতা পাঠ করেন কবি সিদ্ধার্থ হক, মিলু শামস, আফরোজা সোমা, মন্দিরা এষ এবং গিরীশ গৈরিক। সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল মীর জাহিদুল হাসানের পরিচালনায় এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নাটক ‘মহাপ্রয়াণের শোক আখ্যান’।

আগামীকালের অনুষ্ঠান :
আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ২০২০/১৩ ফাল্গুন ১৪২৬ বুধবার, অমর একুশে গ্রন্থমেলার ২৫-তম দিন। মেলা চলবে বেলা ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত।

বিকাল ৪:০০টায় অনুষ্ঠিত হবে কামরুল হক রচিত বঙ্গবন্ধু ও সংবাদপত্র : ছয় দফা থেকে গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ পাঠ করবেন সোহরাব হাসান। আলোচনায় অংশ নেবেন মোরশেদ শফিউল হাসান এবং হারুন হাবীব। সভাপতিত্ব করবেন কামাল লোহানী।
সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অপরেশ কুমার ব্যানার্জী
পরিচালক
জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ