Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৯

আজ ৮ ফেব্রুয়ারি ২০১৯/২৬ মাঘ ১৪২৫ শুক্রবার। অমর একুশে গ্রন্থমেলার অষ্টম দিন। গ্রন্থমেলা চলে বেলা ১১:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। মেলায় আজ নতুন বই এসেছে ২৬৩টি। মেলায় ছিল আজ শিশুপ্রহর। সকাল ১১:০০টা থেকে বেলা ১:০০টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়।


প্রকাশন তারিখ : 2019-02-08

অমর একুশে গ্রন্থমেলা ২০১৯

আজ ৮ ফেব্রুয়ারি ২০১৯/২৬ মাঘ ১৪২৫ শুক্রবার। অমর একুশে গ্রন্থমেলার অষ্টম দিন। গ্রন্থমেলা চলে বেলা ১১:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত। মেলায় আজ নতুন বই এসেছে ২৬৩টি। মেলায় ছিল আজ শিশুপ্রহর। সকাল ১১:০০টা থেকে বেলা ১:০০টা পর্যন্ত শিশুপ্রহর ঘোষণা করা হয়।

শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা : অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে সকাল ৮:৩০টায় গ্রন্থমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন চিত্রশিল্পী আবুল বারক্ আলভী। এতে ক-শাখায় ৪০৬, খ-শাখায় ৩৪৭ এবং গ-শাখায় ১৫৭ জন সর্বমোট ৯১০জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামী ২২ ফেব্রুয়ারি ২০১৯ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।
বিকেল ৪:০০টা গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় চিত্রশিল্পী পরিতোষ সেন : জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন আবুল মনসুর। আলোচনায় অংশগ্রহণ করেন মতলুব আলী এবং সৈয়দ আবুল মকসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুন নবী।

প্রাবন্ধিক বলেন, পরিতোষ সেন নিজের জন্য খানিকটা ভিন্ন পথ কেটে নেন। পশ্চিমা শিল্পের শিল্পের কেন্দ্রভূমি প্যারিসে দীর্ঘ বাস তাঁর মনোজগতে গভীর প্রভাব রেখেছিল। তারপরেও আমরা লক্ষ করি পরিতোষ সেন তাঁর শিল্পকর্মে পশ্চিমা শিল্পের এমন একটি সরলায়িত অভিঘাত নির্মাণ করেছেন যা গভীরভাবে পশ্চিম-প্রভাবিত নয়। ক্যুবিজম তাঁর শিল্পে একটি মূল উপাদান হলেও তা কখনো এর দেশীয় বিষয়বস্তু ও সরলায়িত বিন্যাস ও বর্ণময়তাকে আচ্ছন্ন করতে পারে না। বিষয়বস্তুর বৈচিত্র্যের দিক থেকে মনে হয় সমসাময়িকদের মধ্যে তাঁর সমকক্ষ কেউ নয়। সাধারণভাবে পরিহাসপ্রিয়তা ছাড়াও তাঁর চিত্রকর্মে বিপুল সংখ্যক আত্মপ্রতিকৃতিতে নিজকে নিয়ে কৌতুকরসের যে অবতারণা তিনি করেছেন তা একেবারেই অনন্য।

আলোচকবৃন্দ বলেন, পরিতোষ সেনের শিল্পকর্ম স্বকীয়তার এমন কিছু উপাদান ধারণ করে যার মাধ্যমে অন্যদের থেকে তাঁকে আলাদা করে চিনে নিতে বেগ পেতে হয় না। সার্বিক উপস্থাপনে ভারতীয়ত্বের যে প্রাধান্য সেটি অনেক সহজেই প্রতীয়মান হয় যেটি অধিকাংশ চিত্রশিল্পীর ক্ষেত্রে বিষয়বস্তু ছাড়া অনুমান করা কঠিন। তাঁর চিত্রশিল্পে স্মৃতি এক বিশেষ ভূমিকা পালন করেছে যা ঢাকা থেকে কলকাতা-সমস্ত স্মৃতির ক্ষেত্রেই সমান সত্য।
সভাপতির বক্তব্যে রফিকুন নবী বলেন, জন্মশতবর্ষে পরিতোষ

সেনকে স্মরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর জিন্দাবাহার, আমসুন্দরী ইত্যাদি রচনায় ফেলে আসা ঢাকা শহরের যে চিত্র অঙ্কিত হয়েছে তা এককথায় অসাধারণ ও অনন্য। এই গুণী শিল্পীর শিল্পকাজ নিয়ে নতুন করে গবেষণার অবকাশ রয়েছে।

কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি অঞ্জনা সাহা এবং রনজু রাইম। আবৃত্তি পরিবেশন করেন মীর বরকত। সঞ্জয় রায়ের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘গীতিসত্র’ এবং ফারহানা চৌধুরীর পরিচালনায় নৃত্য সংগঠন : ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা)’ নৃত্যশিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন প্রকাশিত গ্রন্থ বিষয়ে আলোচনায় অংশ নেন নাসরীন জাহান, মিনার মনসুর, রফিকুর রশিদ, আহমাদ মোস্তফা কামাল এবং দ্রাবিড় সৈকত।

আগামীকালের অনুষ্ঠানসূচি :
আগামীকাল ৯ ফেব্রুয়ারি ২০১৯/২৭ মাঘ ১৪২৫ অমর একুশে গ্রন্থমেলার নবম দিন। মেলা চলবে সকাল ১১:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত।

শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন
আগামীকাল সকাল ১০:০০টায় একাডেমি প্রাঙ্গনে শিশু-কিশোর সংগীত প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন আগামীকাল ১০:০০টায় একাডেমি প্রাঙ্গণে শিশু-কিশোর সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন শিশুপ্রহর : আগামীকাল সকাল ১১:০০টা থেকে বেলা ১:০০টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে।
বিকেল ৪:০০টা গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে লেখক অনুবাদক আবদুল হক : জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সৈয়দ আজিজুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন অজয় দাশগুপ্ত, সোহরাব হাসান এবং আহমাদ মাযহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সুব্রত বড়–য়া। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, কবিতা-আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অপরেশ কুমার ব্যানার্জী
পরিচালক
জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ