Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ নভেম্বর ২০১৯

মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী উদযাপন


প্রকাশন তারিখ : 2019-11-12

বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি আগামীকাল ২৮শে কার্তিক ১৪২৬/১৩ই নভেম্বর ২০১৯ বুধবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীস্থ মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সকাল ৯:৩০টায় মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।

সকাল ১০:০০টায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং বালিয়াকান্দি উপজেলার নির্বাহী অফিসার ইশরাত জাহান। মীর মশাররফ হোসেন বিষয়ক একক বক্তৃতা প্রদান করবেন বিশিষ্ট লেখক-গবেষক ড. ইসরাইল খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

সন্ধ্যায় রয়েছে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৩Ñ১৪ নভেম্বর (সকাল : ৯:০০-বিকেল ৫:০০টা) মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে দু’দিনব্যাপী গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে।

 

অপরেশ কুমার ব্যানার্জী
পরিচালক
জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ