মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কবিতাপাঠ ও আবৃত্তি
প্রকাশন তারিখ
: 2021-09-29
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে বাংলা একাডেমি আজ ১৪ই আশ্বিন ১৪২৮/২৯শে সেপ্টেম্বর ২০২১ বুধবার সকাল ১১:০০টায় একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে শেখ হাসিনাকে নিবেদিত স্বরচিত কবিতাপাঠ ও আবৃত্তি পরিবেশনার আয়োজন করে।
দেশের বিভিন্ন প্রান্ত ও ভাষাগোষ্ঠীর কবিদের মধ্যে স্বরচিত কবিতাপাঠে অংশ নেন- মনিপুরী ভাষার কবি এ. কে. শেরাম, রাখাইন ভাষার কবি মং এখেন মং মং, হাজং ভাষার কবি সুজন হাজং, ওঁরাও ভাষার কবি স্বপন এক্কা, কবি মাসুদ আলম বাবুল, পিযুষ কান্তি বড়ুয়া এবং তারিক সজীব। দেশের বিভিন্ন প্রান্তের বাচিকশিল্পীদের মধ্যে আবত্তি পরিবেশন করেন- বাচিকশিল্পী অঞ্চল চৌধুরী (চট্টগ্রাম), শ্রাবণী সুর (যশোর), মোঃ মনিরুজ্জামান (বরগুনা), মোঃ নুরুজ্জামান (গাজীপুর) এবং ইমরান সাগর (মাদারীপুর)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কামাল চৌধুরী। সমাপনী বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমান। সমন্বয় ও তত্ত্বাবধানে ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু।