একাত্তরের শব্দসৈনিক শহিদজায়া বেগম মুশতারী শফীর প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী
প্রকাশন তারিখ
: 2021-12-22
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বাংলা একাডেমির ফেলো শহিদজায়া বেগম মুশতারী শফী গত ২০শে ডিসেম্বর ২০২১ প্রয়াত হন।
বেগম মুশতারী শফী ছিলেন মহান মুক্তিযুদ্ধের অনন্য সংগ্রামী এবং একই সঙ্গে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অনলস যোদ্ধা। তাঁর স্মৃতিচারণমূলক গ্রন্থ স্বাধীনতা আমার রক্তঝরা দিন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনন্য দলিল। আমৃত্যু তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে সক্রিয় ছিলেন।
বাংলা একাডেমি বেগম মুশতারী শফীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।