প্রখ্যাত কবি, রবীন্দ্র-গবেষক, বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ও ফেলো মনজুরে মওলা আজ প্রয়াত হয়েছেন।
মনজুরে মওলা বাংলাদেশের সাহিত্য-জগতে এক অনন্য নাম। নিজস্বতা-চিহ্নিত কবিতা এবং শিল্পসুষমাময় গদ্য রচনা করে তিনি তাঁর স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছেন। রবীন্দ্রনাথের বিচিত্র বিষয় নিয়ে ব্যতিক্রমী গবেষণাকর্ম একজন অনন্যসাধারণ রবীন্দ্র-গবেষক হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করে। তাঁর সাহিত্যকৃতির মধ্যে আরও উল্লেখযোগ্য কবি টিএস এলিয়ট সম্পর্কে উচ্চতর গবেষণা।
তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের বিশিষ্ট অধ্যায়- বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে ৩১শে ডিসেম্বর ১৯৮২ থেকে ১১ই মার্চ ১৯৮৬ মেয়াদে দায়িত্ব পালন। তিন বছরের মেয়াদকালে ঐতিহাসিক বর্ধমান হাউস সংস্কার, অমর একুশে গ্রন্থমেলা ও একুশে বক্তৃতা প্রবর্তন, শহিদ বুদ্ধিজীবী স্মৃতি প্রদর্শনী আয়োজন, শহিদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ ও স্মারকগ্রন্থ প্রকাশ, ভাষাশহিদ গ্রন্থমালার ১০১টি বই প্রকাশ, একাডেমির কর্মকর্তা/কর্মচারীদের অবসরভাতা নিশ্চিতকরণ-সহ নানা যুগান্তকারী কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে বাংলা একাডেমির ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
মনজুরে মওলার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থের প্রকাশক বাংলা একাডেমি। তিনি সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারে ভ‚ষিত হয়েছেন।
বাংলা একাডেমি মনজুরে মওলার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।
হাবীবুল্লাহ সিরাজী
মহাপরিচালক