Wellcome to National Portal
  • 2024-09-01-15-45-bf7a0851714e3ae8f116cf9bd48e1461
  • Bhasha-Shahidera
  • 2024-09-01-16-57-e82cb3b8b29859ec9606c938c7ed9828
  • 2024-09-02-10-32-6ef2faa6e5dec4f5a24d1a752d43fd08
  • 2024-09-02-10-34-a0eba4e94fbf030ce1dd2e236ae47310
  • 2024-09-07-15-41-a6f588246d2d6e48c04addcfeb2298b9
  • 2024-09-07-15-45-691176c1dcd65e04f3252f7978adc479
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০২০

মনজুরে মওলার প্রয়াণে বাংলা একাডেমির শোকবাণী


প্রকাশন তারিখ : 2020-12-20

প্রখ্যাত কবি, রবীন্দ্র-গবেষক, বাংলা একাডেমির প্রাক্তন মহাপরিচালক ও ফেলো মনজুরে মওলা আজ প্রয়াত হয়েছেন। 

মনজুরে মওলা বাংলাদেশের সাহিত্য-জগতে এক অনন্য নাম। নিজস্বতা-চিহ্নিত কবিতা এবং শিল্পসুষমাময় গদ্য রচনা করে তিনি তাঁর স্বাতন্ত্র্যের স্বাক্ষর রেখেছেন। রবীন্দ্রনাথের বিচিত্র বিষয় নিয়ে ব্যতিক্রমী গবেষণাকর্ম একজন অনন্যসাধারণ রবীন্দ্র-গবেষক হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করে। তাঁর সাহিত্যকৃতির মধ্যে আরও উল্লেখযোগ্য কবি টিএস এলিয়ট সম্পর্কে উচ্চতর গবেষণা।  
তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের বিশিষ্ট অধ্যায়- বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে ৩১শে ডিসেম্বর ১৯৮২ থেকে ১১ই মার্চ ১৯৮৬  মেয়াদে দায়িত্ব পালন। তিন বছরের মেয়াদকালে ঐতিহাসিক বর্ধমান হাউস সংস্কার, অমর একুশে গ্রন্থমেলা ও একুশে বক্তৃতা প্রবর্তন, শহিদ বুদ্ধিজীবী স্মৃতি প্রদর্শনী আয়োজন, শহিদ বুদ্ধিজীবী কোষগ্রন্থ ও স্মারকগ্রন্থ প্রকাশ, ভাষাশহিদ গ্রন্থমালার ১০১টি বই প্রকাশ, একাডেমির কর্মকর্তা/কর্মচারীদের অবসরভাতা নিশ্চিতকরণ-সহ নানা যুগান্তকারী কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে  বাংলা একাডেমির ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। 

মনজুরে মওলার বেশ কিছু উল্লেখযোগ্য গ্রন্থের প্রকাশক বাংলা একাডেমি। তিনি সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি রবীন্দ্র পুরস্কারে ভ‚ষিত হয়েছেন। 

বাংলা একাডেমি মনজুরে মওলার প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।
 


হাবীবুল্লাহ সিরাজী 
মহাপরিচালক