আগামীকাল ৪ঠা চৈত্র ১৪২৭/১৮ই মার্চ ২০২১ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২১’। বিকেল ৩:০০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভাচুর্য়ালি ‘অমর একুশে বইমেলা ২০২১’ ও অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ বদরুল আরেফীন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান।
বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়াচীন—এর ইংরেজি অনুবাদ ঘ ঊড ঈঐওঘঅ ১৯৫২—এর গ্রন্থ—উন্মোচন করা হবে এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ প্রদান করা হবে।