Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০২০

কবি শামসুর রাহমানের ৯২তম জন্মদিন


প্রকাশন তারিখ : 2020-10-22
২৩শে অক্টোবর কবি শামসুর রাহমানের ৯২তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আজ ৬ই কার্তিক ১৪২৭/২২শে অক্টোবর ২০২০ বৃহস্পতিবার বিকেল ৩:০০টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে বাংলা একাডেমি, জাতীয় কবিতা পরিষদ এবং শামসুর রাহমান স্মৃতিপরিষদ-এর যৌথ উদ্যোগে আলোচনা সভা ও নিবেদিত কবিতাপাঠের আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত। আলোচনা ও স্মৃতিচারণায় অংশগ্রহণ করেন অধ্যাপক শামসুজ্জামান খান, কবি আসলাম সানী, ড. জালাল ফিরোজ, কবি পিয়াস মজিদ। কবিতাপাঠে অংশ নেন কবি সানাউল হক খান, ফারুক নওয়াজ, ঝর্না রহমান, খালেক বিন জয়েনউদ্দিন, তপন বাগচী, লিলি হক, হানিফ খান, হাসনাইন সাজ্জাদী, এম আর মনজু, নুরুল হালিম, মেজবাহউদ্দিন। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। বক্তারা বলেন, বাংলাদেশের সমাজমানসের বিবর্তনের সঙ্গে শামসুর রাহমানের কবিতাকে মিলিয়ে পাঠ করলে আমরা দেখব তিনি এ অঞ্চলের সমস্ত সংগ্রামী, সদর্থক ও শুভবাদী আকাক্সক্ষার সঙ্গে যোগাযোগ অনুভব করেছেন। শিল্পমান অক্ষুণœ রেখেও কবিতাকে যে মানুষের কাছাকাছি নিয়ে আসা যায়Ñ সে সত্য তাঁর কাব্যিক করতলে প্রতিষ্ঠা পেয়েছে। উদ্ভট উটের পিঠে স্বদেশকে চলতে দেখেও তিনিই সেই কবিÑ যিনি বলতে পারেন ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে।’ হাবীবুল্লাহ সিরাজী বলেন, শামসুর রাহমানের কবিতা ধারণ করেছে আমাদের সমাজসত্তার সামগ্রিক বিবর্তন। তিনি আমাদের চেতনার কাব্যিক রূপকার। ভাষা আন্দোলন পূর্ববাংলার কবিতাকে যেভাবে বদলে দিয়েছে শামসুর রাহমানের কবিতাকেও সে প্রেক্ষাপটে বিচার করতে হবে। নিভৃত কাব্যলোক থেকে তিনি সমকালের রক্তক্ষতে আলোড়িত হয়েছেন, জাতীয় জীবনের মূল কেন্দ্রস্বরকে তাঁর জীবনচেতনায় ভাস্বর করে তুলেছেন। নির্জনতা ও নিঃসঙ্গতা থেকে শামসুর রাহমান যেভাবে জনতার স্বাধীনতাকামী ময়দানে কবিতাকে নিয়ে এসেছেনÑ তা বাংলা কবিতার জন্য এক অনন্য অভিজ্ঞতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক কবি আমিনুর রহমান সুলতান। অপরেশ কুমার ব্যানার্জী পরিচালক জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ