Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ অক্টোবর ২০২৪

বাংলা একাডেমির মহাপরিচালক পদে অধ্যাপক ড. মোহাম্মদ আজম-এর যোগদান


প্রকাশন তারিখ : 2024-09-08
বাংলা একাডেমি আইন, ২০১৩ এর ধারা-২৬(২) এবং ধারা-২৬(৩) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধ্যাপক ড. মোহাম্মদ আজম-কে গত ৫ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ থেকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ প্রদান করেন। অধ্যাপক ড. মোহাম্মদ আজম আজ ৮ই সেপ্টেম্বর ২০২৪ তারিখ পূর্বাহেœ বাংলা একাডেমির মহাপরিচালক পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। 
 
আজ ৮ই সেপ্টেম্বর ২০২৪ রবিবার বিকেল ৪:০০টায় একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলা একাডেমির পক্ষ থেকে নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম-কে স্বাগত জানান একাডেমির সচিব মোহাঃ নায়েব আলী, একাডেমির পরিচালক ও উপপরিচালকবৃন্দ। 
অনুষ্ঠানে বাংলা একাডেমির সচিব মোহাঃ নায়েব আলী বলেন, আমরা আশা করি অধ্যাপক ড. মোহাম্মদ আজম-এর দক্ষ ও সৃজনশীল নেতৃত্বে বাংলা একাডেমি তার প্রতিষ্ঠার তাৎপর্য এবং উদ্দেশ্যকে সফল করতে সক্ষম হবে।
 
বাংলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ আজম বলেন, বাংলা একাডেমির প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অপরিসীম। গণঅভ্যুত্থানের পর একাডেমিকে ঘিরে এদেশের মানুষের নতুন আকাক্সক্ষা তৈরি হয়েছে। আশা করি, সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে গবেষণামূলক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো।
 
 
 
নার্গিস সানজিদা সুলতানা
উপপরিচালক 
জনসংযোগ উপবিভাগ