বিশিষ্ট কবি, বাংলা একাডেমির ফেলো এবং জাতীয় সংসদের সাবেক সদস্য কাজী রোজী আজ ২০শে ফেব্রুয়ারি ২০২২ রবিবার ঢাকায় প্রয়াত হয়েছেন।
তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা ১:৩০টা থেকে ২:০০টা পর্যন্ত বাংলা একাডেমি প্রাঙ্গণে রাখা হয়। বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা’র নেতৃত্বে একাডেমির পক্ষ থেকে কবি কাজী রোজীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বাংলা একাডেমির সচিব এ.এইচ.এম. লোকমান, একাডেমির পরিচালক, উপপরিচালকসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, শামসুন্নাহার চাঁপা, সায়েম খান।
জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি কবি মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত, কবি আসলাম সানী, কবি আমিনুর রহমান সুলতান, কবি শাহাদৎ হোসেন নিপু, কবি হানিফ খান প্রমুখ।
এছাড়া শ্রদ্ধা নিবেদনে অংশ নেন প্রাক্তন প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট সাহিদা বেগম, মুক্তিযুদ্ধ গবেষক এডভোকেট এ এস এম আব্রাহাম লিংকন, লেখক মলয়চন্দন মুখোপাধ্যায়, নবান্ন প্রকাশনীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
শ্রদ্ধা নিবেদন পর্বে প্রয়াত কাজী রোজীর পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি কাজী রোজীর নামাজ—ই—জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক ড. মোহাম্মদ হারুন রশিদ।
মোহাম্মদ আকবর হোসেন
উপপরিচালক (চলতি দায়িত্ব)