Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ অক্টোবর ২০২১

শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন


প্রকাশন তারিখ : 2021-10-19

বাংলা একাডেমি আজ শেখ রাসেল দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। 
আজ ২রা কার্তিক ১৪২৮/১৮ই অক্টোবর ২০২১ সোমবার সকাল ১০:০০টায় বাংলা একাডেমিতে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমানসহ একাডেমির পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০:৩০টায় একাডেমির সভাকক্ষে শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


এছাড়া শেখ রাসেল দিবস স্মরণে বাংলা একাডেমি প্রকাশিত ‘রাসেলের জন্য ভালোবাসা’ শীর্ষক গ্রন্থ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। 

আগামীকালের কর্মসূচি 
আগামীকাল ৩রা কার্তিক ১৪২৮/১৯শে অক্টোবর ২০২১ মঙ্গলবার বিকেল ৩:০০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনলাইনে শেখ রাসেলকে নিবেদিত কবিতাপাঠের আয়োজন করা হয়েছে।  

 


সমীর কুমার সরকার
পরিচালক (চলতি দায়িত্ব)
জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ
বাংলা একাডেমি, ঢাকা