Wellcome to National Portal
বাংলা একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st সেপ্টেম্বর ২০২৪

বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা

 

বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা

বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের বিজ্ঞানচর্চার গবেষণা ও প্রসারের লক্ষ্যে বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশ করে আসছে। বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকাটি বাংলা একাডেমির বিজ্ঞান বিষয়ক ষাণ্মাসিক মুখপত্র। এ পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে। পত্রিকাটির ১ম বর্ষে ১০জন সম্পাদকমণ্ডলীর সম্পাদনায় ০৪টি সংখ্যা প্রকাশিত হয়। সম্পাদকমণ্ডলীতে যারা ছিলেন তাঁরা হলেন- ড. মযহারুল ইসলাম-সভাপতি, ড. মুহম্মদ ইন্নাস আলী-সদস্য, ড. জহুরুল হক-সদস্য, ড. এ.কে.এম আমিনুল হক-সদস্য, অধ্যাপক মোহাম্মদ আবদুল জব্বার-সদস্য, আবদুল হক খন্দকার-সদস্য, ডা. বদরুদ্দোজা চৌধুরী-সদস্য, লুৎফুল হায়দার চৌধুরী-সদস্য/আহ্বায়ক, ড.মুহাম্মদ ইব্রাহিম-সদস্য, মোহাম্মদ গাজীউর রহমান-সদস্য।

 

বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে এক অত্যাবশ্যকীয় ও মোহময় আশীর্বাদ। অথচ আমাদের দেশে বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের বিজ্ঞান পত্রিকা তেমন বেশি নেই। ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’ প্রকাশের মাধ্যমে বাংলা একাডেমি বাংলাদেশের বিজ্ঞানমনস্ক ও বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের কাছে বেশকিছু বার্তা প্রদানে সক্ষম হয়েছে। এর ফলে আমাদের মাতৃভাষা বাংলায় বিজ্ঞানের জটিল ও কঠিন বিষয়সমূহ আয়ত্ত করা এবং একে জনপ্রিয় করে তোলা সম্ভব হচ্ছে। বিজ্ঞানের জটিল ও কঠিন বিষয় নিয়ে যেসব গবেষক কাজ করছেন, তাঁদের কাছে এ পত্রিকাটির গ্রহণযোগ্যতা অনস্বীকার্য। প্রতিটি মূল প্রবন্ধ আন্তর্জাতিক বিবলিওগ্রাফিতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রবন্ধের দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) সারসংক্ষেপ রাখা হয়।

 

‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’য় লেখকদের জন্য নির্দেশাবলি মুদ্রিত হয়। কোনো প্রবন্ধ বা নিবন্ধ প্রেরণ করার পূর্বে এই নির্দেশাবলি যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট লেখকদের বিশেষভাবে অনুরোধ করা হয়। ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকার ২টি সংখ্যা প্রকাশিত হয়েছে। যথা- বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা নবপর্যায় বর্ষ ৪, সংখ্যা ১, জুলাই-ডিসেম্বর ২০২৩ এবং বর্ষ ৪, সংখ্যা ২, জানুয়ারি-জুন ২০২৪। নববর্যায়ে ০৭টি সংখ্যা প্রকাশ করা হয়েছে। পত্রিকাটিতে দেশের খ্যাতিমান প্রবীণ-নবীন লেখকরা নিয়মিত লিখছেন । পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা একাডেমির মহাপরিচালক। নির্বাহী সম্পাদকের দায়িত্বে আছেন সমীর কুমার সরকার এবং সহকারী সম্পাদকের দায়িত্বে আছেন মনিরুজ্জামান রোহান। 

 

সমীর কুমার সরকার 

নির্বাহী সম্পাদক 

বাংলা একাডেমি

৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, বাংলাদেশ 

ফোন : ৫৮৬১১১০৭, ০১৭১২১৮৪৮০৬

ই-মেইল : bapit.bp@gmail.com 

 

মনিরুজ্জামান রোহান  

সহকারী সম্পাদক 

বাংলা একাডেমি

৩ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা, বাংলাদেশ 

ফোন : ৫৮৬১১১০৭, ০১৭১৬৩৩৬৯৬৩

ই-মেইল : bapit.bp@gmail.com